আজ খবর ডেস্ক- অভিজ্ঞ ভারতীয় পেসার, ঝুলন গোস্বামী আইসিসি নারী বিশ্বকাপের ইতিহাসে শনিবার সর্বোচ্চ উইকেট টেকার হয়ে যান।

১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার লিনেট অ্যান ফুলস্টনের নেওয়া ৩৯ উইকেটের সংখ্যা ছাড়িয়ে যান গোস্বামী। হ্যামিল্টনে চলতি আইসিসি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ২০২২-এ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ তম উইকেট পান ৩৯ বছর বয়সী ঝুলন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংসের ৩৬তম ওভারে আনিসা মোহাম্মদকে আউট করে রেকর্ড উইকেটটি নেন গোস্বামী। 

ভারতের উদ্বোধনী ম্যাচে, তিনি একটি দুর্দান্ত স্পেল করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে ২/২৬ করেছিলেন। বৃহস্পতিবার, তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি মহিলা বিশ্বকাপে সর্বাধিক উইকেটের সংখ্যার সমান করেছেন।

দুই দশকের একটি বর্ণাঢ্য কর্মজীবনে, গোস্বামী ২০০৫ সাল থেকে পাঁচটি মহিলা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *