আজ খবর ডেস্ক-  বিধানসভা ভোটের পর থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের “খেলা হবে” স্লোগানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এরই জেরে বিয়েবাড়ি থেকে খেলার মাঠ, সব জায়গাতেই মুখ্যমন্ত্রীর স্লোগান “খেলা হবে” শোনা যায়। সম্প্রতি, গোয়া, পঞ্জাব ও উত্তরপ্রদেশের ভোটেও ভিন ভাষাতে শোনা গিয়েছিল এই স্লোগান।

এই আবেগে বাদ যায়নি মাধ্যমিকের খাতাও। পরীক্ষার খাতায় লেখা “খেলা হবে”। অবাক পরীক্ষকরা। এরই পরিপ্রেক্ষিতে, যাতে আবারও একই ঘটনা না ঘটে, তার জন্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ ।

আগামী ২ রা এপ্রিল থেকে সারা রাজ্যে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । আর উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে যাতে কোনো পরীক্ষার্থী এইরূপ স্লোগান না লেখে তার জন্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

পরীক্ষার গাইডলাইনের বলা হয়েছে, কোন প্রকার রাজনৈতিক স্লোগান বা অপ্রিয় বাক্য এবং অশোভন ছবি পরীক্ষার খাতায় লেখা বা আঁকা চলবে না। আর যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেমন কিছু লেখা বা আঁকা হয়, তাহলে সেই খাতা বাতিল করে দেওয়া হবে। সকাল ১০টা থেকে শুরু হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা।

একঘণ্টার মধ্যে কোনও পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে গেলে নির্দিষ্ট দিনের ওই পরীক্ষার খাতা বাতিল করবে সংসদ।এছাড়াও, দশম শ্রেণীর পরীক্ষার মত উচ্চমাধ্যমিকেও পরীক্ষা চলাকালীন বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *