আজ খবর ডেস্ক- এবার পুরসভার নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন মদন মিত্রর পুত্রবধূ মেঘনা । গণনার শুরু থেকেই ভাল ব্যবধান বজায় রাখে তৃণমূল প্রার্থীরা। তেমনি কমারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্থী মেঘনাও এগোচ্ছিলেন। এবং গণনা শেষে ৪,৫৭০ ভোটে জয় লাভ করলেন মদনের পুত্রবধূ ।

এদিন নিকটতম প্রতিদ্বন্দ্বী, সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হলেন মদনের পুত্রবধূ মেঘনা । উল্লেখ্য, মদন মিত্রের কনিষ্ঠ পুত্রবধূ, মেঘনা, শুধুই মিত্র পরিবারের বধূই নন, তিনি কামারহাটির মেয়েও। মেঘনা কিন্তু তার ঘনিষ্ঠদের দাবি, তিনি প্রচারে বড় সভার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ায় জোর দিয়েছিলেন ।

জানা যায়, কামারহাটিতে ভোটের দিন বেশ গোলমাল হয়েছিল। জনতা পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি ভাঙচুর করেছিল। সেই পরিপ্রেক্ষিতে মদন মিত্র তখন বলেছিলেন যে, ওই গাড়িতে তিনি খাবার এবং জল পাঠিয়েছিলেন। কিন্তু ওই ঘটনার পর মদন-অনুগামীরা কোনও ‘পাল্টা প্রতিরোধ’-এ নামেনি।

এখন দেখার বিষয় এই যে, বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর নতুন পুরবোর্ডে মেঘনা কোন পদ পান কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *