আজ খবর ডেস্ক- গত সপ্তাহের অগ্নিকাণ্ডের পর ফের সোমবার আগুন লাগল যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির ল্যাবরেটরিতে (IICB)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঠিক বিপরীতেই আইআইসিবি-র ক্যাম্পাস।
এদিন দুপুর বারোটা কুড়ি নাগাদ একতলার ল্যাবে কাজ চলাকালীন আগুন লেগে যায় । আগুনের বিধ্বংসী রূপ দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন গবেষক ও কর্মীরা । অনেককেই দেখা যায় ভয়ে এলাকা ছেড়ে দৌড়ে পালাতে।

এরপরই দমকলে খবর পাঠানো হয়। দমকলের ১০টা ইঞ্জিন বেলা সাড়ে বারোটার সময় ঘটনাস্থলে এসে পৌঁছোয়। এদিকে দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। গোটা এলাকাটি ছেয়ে যায় রাসায়নিক পোড়া গন্ধ ও ধোঁয়ায় । এরই জেরে আরও ৪টি ইঞ্জিন আসে ।

খবর পেয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান , “দুপুর দুটো নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা যায় । অনেকগুলো ইঞ্জিন আনা হলেও সবগুলো কাজে লাগেনি। গোটা বিষয়টির পিছনে মূল কারণ কী, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।”
জানা গেছে , প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ সেই ল্যাবে রাখা ছিল । আর তাতেই ঘটে বিস্ফোরণ। এরই পরিপ্রেক্ষিতে যাদবপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ।
সূত্রের খবর, ঘটনাস্থলে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও তা কাজ করেনি। ঘটনাস্থলে বেশ কয়েকটি নাইট্রোজেন ও অক্সিজেন সিলিন্ডার ছিল। যাতে বিস্ফোরণ হলে বেশ বড় রকমের দুর্ঘটনা ঘটত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *