আজ খবর ডেস্ক: Kabul blast আফগান পুলিশ কর্মকর্তাদের মতে, মঙ্গলবার পশ্চিম কাবুলের (Kabul) একটি উচ্চ বিদ্যালয়ে (high school) তিনটি বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত ও ১১ জন আহত হয়েছে। Kabul blast

আশেপাশের অনেক বাসিন্দাই শিয়া (Shia) হাজারা সম্প্রদায়ের অন্তর্গত, যা হল একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী। প্রায়শই ইসলামিক স্টেট সহ সুন্নি (Sunni) সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের মুখে পড়ে এই শিয়া হাজারা সম্প্রদায়।

কাবুল কমান্ডারের মুখপাত্র, খালিদ জাদরান বলেছেন যে, একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ ঘটেছে, যার ফলে শিয়া সম্প্রদায়ের কিছু মানুষ কিছু হতাহত হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আব্দুল রহিম শহীদ স্কুলের প্রধান প্রবেশ দ্বারে বিস্ফোরণটি ঘটে যেখানে ছাত্রদের ভিড় ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক, হাসপাতালের এক নার্স বলেন, বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

সূত্রের খবর, আক্রমণের জন্য তাৎক্ষণিকভাবে কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, তালিবানের (Taliban) দাবি, আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তারা আফগানিস্তানকে (Afghanistan) সুরক্ষিত রেখেছে। যদিও, আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, সে দেশে ফের সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সম্প্রতি, ইসলামিক স্টেট (Islamic State) জঙ্গি গোষ্ঠী বেশ কয়েকটি বড় হামলার দাবি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *