আজ খবর ডেস্ক: দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের((Canning) তৃণমূল (AITC) বিধায়ক শওকত মোল্লা(Saokat Molla)। দলের অন্দরে এই ডাকাবুকো যুব নেতা ডায়মন্ড হারবারের(Diamond Harbour) সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) “ঘনিষ্ঠ” বলেই পরিচিত।


শওকত মোল্লা’কে শুক্রবার সকাল ১১টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের(CBI) আঞ্চলিক দপ্তর নিজাম প্যালেসে(Nizam Palace) হাজিরা দিতে বলা হয়েছে।
জন গিয়েছে, কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শওকতকে তাঁর সমস্ত পরিচয় পত্র নিয়ে আসতে বলা হয়েছে।
প্রসঙ্গত, “ভোট পরবর্তী হিংসা” মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। শুক্রবারই অনুব্রত মণ্ডলকেও(Anubrata Mondal) সিবিআই দপ্তরে ডাকা হয়েছে।

বুধবার সিবিআই নোটিস(Notice) পাঠায় শওকতকে। তাঁকে বলা হয়েছে নিজের পাসপোর্ট(Passport), ভোটার কার্ড(Voter Card), প্যান কার্ড(পান Card) এবং আধার কার্ড(Aadhaar Card) নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিতে।
সিবিআই সূত্রে খবর, ক্যানিং পূর্বের বিধায়ককে তাঁর ব্যাঙ্ক লেনদেনের নথিও(Bank Statement) আনতে বলা হয়েছে। এমনকি, তাঁর নামে যদি কোনও ব্যবসা বা সংস্থা থাকে, সেই সংক্রান্ত সমস্ত নথিও জমা দিতে বলা হয়েছে।

এর আগে কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্র সহ তৃণমূলের একাধিক নেতাকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নানাসময় তাঁরা সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন।
এই কয়লা কাণ্ডের মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি(ED) দিল্লিতে একাধিকবার তলব করেছিল। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছিল দিল্লির অফিসে। এবার সিবিআই ডেকে পাঠাল শওকত মোল্লাকে।

গত কয়েক মাস ধরেই বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের একাধিক ঘটনার তদন্ত শুরু করেছে। শিক্ষক নিয়োগে(SSC) দুর্নীতি থেকে বগটুই, ঝালদার ধর্ষণ থেকে গরু পাচার অথবা ভোট-পরবর্তী হিংসা; একাধিক ঘটনায় আদালতের নির্দেশে নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই।


রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বারংবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখোমুখি জিজ্ঞাসাবাদে বসতে হচ্ছে। ব্যক্তিগত সম্পত্তির হিসাব দাখিল করতে হচ্ছে।
একদিকে যখন তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি নিরপেক্ষ তদন্ত করছে ইডি সিবিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *