আজ খবর ডেস্ক: বাজারে মন্দা (Down Economy) যেন লেগেই রয়েছে! রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) রেপো রেটের (Repo Rate) হার বাড়াতেই ধস নেমেছিল শেয়ার বাজারে (Share Market)।


এবার রেকর্ড পতন হল টাকার দামে। সোমবার সকালে ডলার (Dollar) প্রতি টাকার দাম ইদানিং কালের মধ্যে সর্বনিম্ন হারে পৌঁছয়। বর্তমানে ডলার প্রতি ভারতীয় মুদ্রার (Rupee) দাম নেমে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৪০ পয়সায়।

বাজার বিশেষজ্ঞদের মতে, একদিকে চীনে (China) কড়া লকডাউন (Lockdown), অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) জেরে শেয়ার বাজারে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন।

এদিন সকালে শেয়ার বাজার (Stock Market) খুলতেই সেনসেক্স ৮০০ পয়েন্ট পড়েছে। নিফটি ছিল ১৬,২০০ পয়েন্টের আশপাশে। অর্থনীতি নিয়ে চর্চা করেন যাঁরা, তাঁদের মতে এ বছর ভারতীয় বাজার থেকে বিদেশি লগ্নিকারীরা ইতিমধ্যেই ১৭.৭ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন। শুক্রবার বাজার বন্ধ হওয়ার আগে ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ৭৭ টাকা ৫ পয়সায় নেমেছিল।

এদিন সকালে বাজার খুলতেই তা ৭৭ টাকা ৪২ পয়সায় নেমে দাঁড়িয়েছে। এদিকে মে মাসের মধ্যে ভারতীয় ইক্যুয়িটির বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৬৪০০ কোটি টাকার বিনিয়োগ তুলে নিয়েছে। এরফলে ভারতের বাণিজ্যিক বাজারে মন্দার প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শেয়ার বাজারে একদিকে যখন এই পরিস্থিতি তখন দেশীয় বাজারের হাল ও যথেষ্ট করুণ।


সম্প্রতি গ্যাসের দাম বেড়েছে। পেট্রোল-ডিজেলের দাম কমার কোনও লক্ষণ নেই। এমনকি ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় আনাজ,মাংস সবকিছুর দাম ঊর্ধ্বমুখী।
এই পরিস্থিতিতে কেন্দ্র কি নতুন কোনও সিদ্ধান্ত নেবে? যাতে খানিকটা সুরাহা হতে পারে আমজনতার। সেদিকেই তাকিয়ে দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *