আজ খবর ডেস্ক: এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীর উদ্যোগে এক মানবিক কর্মসূচীর ছোঁয়া পেল যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের ১১০ নম্বর ওয়ার্ডের মানুষ।

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (health camp) এবং চক্ষু পরীক্ষা শিবির (eye checkup camp) আয়োজিত হয়, যেখানে প্রায় ৩৪০ জন মানুষ এদিন এই পরিসেবার সুবিধা নিয়েছেন, এবং বহু মানুষ বিনামূল্যে সঙ্গে সঙ্গে চশমাও পেয়ে গেছেন।

সূত্রের খবর, যাদের চোখে ছানি (cataract) ধরা পরেছে তাদের কিছুদিনের মধ্যেই অপারেশন করিয়ে দেওয়া হবে।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যাদবপুর বিধানসভার বিধায়ক, দেবব্রত মজুমদার (Debabrata Majumder) । এই উদ্যোগ ১১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বরাজ কুমার মন্ডলের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন ১০৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনন্যা ব্যানার্জী, ১০২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সীমা ঘোষ, ৯৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালী ব্যানার্জী, ১০৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুর। পরিসেবা পেতে এবং সাংসদ মিমি চক্রবর্তীকে স্বচক্ষে দেখতে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

এদিনের পর, আগামীকাল সোমবারও এই শিবির চলবে বিকেল ৫টা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *