আজ খবর ডেস্ক: “অগ্নিপথ” ক্ষোভে আগুন জ্বলছে বিহারের সমস্তিপুরে। বিহার পুলিশের গুলিতে নিহত ১ আন্দোলনকারী। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুলিবিদ্ধ আরও ১৩ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিক্ষোভকারীদের পাথরের আঘাতে জখম ৬ পুলিশ কর্মী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২ রাউন্ড গুলি ছোঁড়ে বলে জানিয়েছেন বিহার পুলিশের ডিজি।


সমস্তিপুর, লক্ষ্মীপুর, দানাপুর সহ ৫ শহরে ১৪৪ ধারা জারি করল স্থানীয় প্রশাসন।
উত্তর প্রদেশ ও বিহার মিলিয়ে মোট ১১ টি লোকাল ও দূরপাল্লার ট্রেনে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা, অভিযোগ পুলিশের। আগুনে মৃত্যু হয় এক ট্রেন যাত্রীর।

বিহারের আঁচ পড়ল এই রাজ্যেও। পশ্চিমবঙ্গের মালদা এবং আসানসোল স্টেশন ও তার আগে পরের স্টেশনগুলোতে আটকে রয়েছে ২৪ টি দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন।
আপাতত বিহার ও উত্তরপ্রদেশ হয়ে দিল্লি গামী ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানালো রেল দপ্তর।
তেলেঙ্গানাতেও পুলিশের গুলিতে আন্দোলনকারী এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অগ্নিপথ কে ঘিরে এখনও পর্যন্ত দেশে তিনজনের মৃত্যুর খবর উঠে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *