আজ খবর ডেস্ক:
ত্রিপুরায় আসন্ন বিধানসভা উপনির্বাচন।শাসক দল বিজেপিকে টক্কর দিতে মরীয়া বিরোধীরা। জোর কদমে চলছে সব দলের প্রচার।

গত রবিবার মধ্যরাতে দলের এক কর্মীর বাড়িতে আক্রমণের ঘটনার খবর পেয়ে এই কর্মীর খোঁজখবর নিতে যাচ্ছিলেন আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ (Sudip Roy Barman)। কংগ্রেসের অভিযোগ, সেইসময়েই আগরতলা (Agartala) বিধানসভার অভয়নগর এলাকায় বিজেপি কর্মীদের আক্রমনের মুখে পড়েন সুদীপবাবু, তাঁর গাড়ীর উপর আক্রমণ চালিয়ে গাড়ি ভেঙে দেওয়া হয়।

সূত্রের খবর, গুরুতর আহত অবস্থায় সুদীপ বাবুকে স্থানীয় আই.এল.এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

সোমবার সকালে চিকিৎসারত সুদীপ রায় বর্মণকে দেখতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী, মানিক সরকার (Manik Sarkar), আগরতলা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কৃষ্ণা মজুমদার, প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ সিপিআইএম নেতারা। এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও।

সামাজিক মাধ্যমে এই আক্রমণের নিন্দা জানিয়ে জিতেন্দ্র চৌধুরী লিখেন, এই আক্রমণ, ব্যাক্তি সুদীপ রায় বর্মণের উপর আক্রমণ শুধু নয়, এটা গনতন্ত্রের উপর আক্রমণ।

প্রসঙ্গত, সুদীপ রায় বর্মন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের ছেলে। ১৯৯৮ থেকে ২০১৩ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪ বারের কংগ্রেস বিধায়ক সুদীপ। ২০১৮ সালে বিজেপির টিকিটে আগরতলা কেন্দ্র থেকে জয়ী হয়ে ত্রিপুরার স্বাস্হ্যমন্ত্রী হন তিনি।

ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে আগামী ২৩ শে জুন উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার মধ্যে ৬ আগরতলা কেন্দ্রে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদীপ রায় বর্মণ। চারটি কেন্দ্রেই বিজেপি এবার হারের মুখে, তাই হতাশা থেকেই এই আক্রমণ বলে অভিমত প্রকাশ করেছেন ত্রিপুরার কংগ্রেস নেতৃত্ব।

কংগ্রেসের অভিযোগ, কিছুদিন আগে আরও একবার সুদীপ রায় বর্মণকে শারীরিক ভাবে আক্রমণ করেছিল বিজেপি কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *