আজ খবর ডেস্ক: গত কয়েকদিন ধরে ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস করোনা। লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। চলতি মাসের শুরুতেই যেখানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১৮ হাজারের আশপাশে, সেখানে মাত্র ১১ দিনের মধ্যেই তা ছাড়াল ৪০ হাজারের গণ্ডি। বেশ উদ্বেগজনক মহারাষ্ট্রের কোভিড গ্রাফও।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৩২৯ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩,০৮১ জন। মুম্বইয়ের করোনা গ্রাফও রীতিমতো চিন্তার মতো। একদিনে সেখানে আক্রান্ত প্রায় ২০০০। বেড়েছে হাসপাতালে ভর্তির হারও।

দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন দশজন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭। গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৩৭০। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে ০.০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০০ পেরল আক্রান্তের সংখ্যা। যদিও শুক্রবারেও করোনা প্রাণ কাড়তে পারেনি কারও। তবে স্বস্তি একটাই, বৃহস্পতিবারের তুলনায় বাড়ল সুস্থতা।

রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়, রাজ্যের ১০৭ জনের শরীরে করোনা বাসা বেঁধেছে। ফলে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২০ হাজার ৩৪। তবে ধারাবাহিকতা বজায় রেখে এদিনও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০৫ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থতা বাড়ল কিছুটা। একদিনে ৪৯ জন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ২৫৪ জন। কোভিডজয়ীর হার ৯৮.২৯ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *