আজ খবর ডেস্ক: দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা। বেশ উদ্বেগজনক মহারাষ্ট্রের কোভিড গ্রাফও।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৮২২ জন। গতকাল যে সংখ্যাটা ছিল সাড়ে ৬ হাজারের কিছু বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ২৯০০ জনেরও বেশি।

বর্তমানে সে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বাড়ছে হাসপাতালে ভর্তির হারও। আরও চিন্তার কারণ হল এই রাজ্যে নতুন দু’টি BA.5 ভ্যারিয়েন্টের সংক্রমণের সন্ধানও পাওয়া গিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী দৈনিক পজিটিভিটি রেট ২ শতাংশ, এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৩৫ শতাংশ। এখনও অবধি সব মিলিয়ে ৮৫ কোটি ৫৮ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় সব মিলিয়ে ৪ লক্ষ ৪০ হাজার ২৭৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

দিল্লিতে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে। রাজধানীর করোনা সংক্রমণ আবার ১ হাজারের গণ্ডি পার করেছে। ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ হাজার ১১৮ জন করোনা সংক্রমিত হয়েছেন।

এরাজ্যেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ১৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজ্য স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও অবধি ২০ লক্ষ ২০ হাজার ৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে কেউ মারা যায়নি। রাজ্যে পজিটিভিটি রেট ১.৮৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *