আজ খবর ডেস্ক: বন্ধুদের হাতে হাতে ঘুরছে মোবাইল (Mobile) ফোন। শুধু তার কাছে নেই! অতএব,
মোবাইল চেয়ে বাবার কাছে আবদার করেছিল নাবালিকা।
এদিকে বাবার হাতে পর্যাপ্ত অর্থ না থাকায়, মেয়ের বায়না মেটাতে ১০ দিন সময় চেয়েছিলেন বাবা।
আর এর মধ্যেই অনর্থ ঘটে গেল। অভিমানে আত্মঘাতী হল মেয়েটি।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নদীয়ার (Nadia) ধানতলা থানার অন্তর্গত বহিরগাছি বিশ্বনাথপুরের একটি গ্রামে।
মৃত নাবালিকার নাম কেয়া বিশ্বাস। বয়স মাত্র ১৬ বছর।
আকস্মিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে খবর, এই বছরই বহিরগাছি উচ্চ বিদ্যালয় থেকে ৪৪১ নম্বর পেয়ে মাধ্যমিকে পাস করে কেয়া।

রেজাল্ট নিয়ে বাড়ি ফিরে বাবার কাছে আবদার করে, তাকে একটি অ্যান্ড্রয়েড ফোন (Android Phone) কিনে দিতে হবে।
বাবা পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। নাম রামকৃষ্ণ বিশ্বাস। জানা গিয়েছে, রামকৃষ্ণ বাবু মেয়েকে বলেন, এই মুহূর্তে তাঁর কাছে অত টাকা নেই।
তবে দিন দশেকের মধ্যেই মোবাইল ফোন কিনে দেবেন।
কিন্তু বাবার কথা কেয়ার পছন্দ হয় নি।

এর পর বাড়ির লোকের অবর্তমানে কেয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
বিকেলে তার বন্ধুরা তাকে ডাকতে এসে দেখে ঘর ভিতর থেকে বন্ধ। পরে কেয়ার দিদি সঙ্গীতা দরজা ভেঙে ঘরে ঢুকে কেয়ার ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিস এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *