আজ খবর ডেস্ক: বঙ্গ সফরের দুদিনের ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় পৌছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার রাত নটার কিছু পরে তাঁর বিশেষ বিমান অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। সেখানেই তাঁকে অভ্যর্থনা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্যান্য নেতৃত্বরা।

এ দিন জে পি নাড্ডার বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণের অনেক আগে থেকেই বিমানবন্দর চত্বরে ভিড় জমান দলীয় কর্মী সমর্থকরা। দলীয় পতাকা, ফুল, ঢাক-ঢোল নিয়ে তাঁরা স্বাগত জানাতে হাজির হন। বুধবার সকালে, তিনি হুগলি জেলার চুঁচুড়ায় বন্দে মাতরম ভবন পরিদর্শন করেন, যেখানে ঔপন্যাসিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় গান লিখেছেন।

এছাড়াও তিনি চন্দননগরে রাসবিহারী বসু গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। এদিন বিকেল ৩টেয়, বিজেপি প্রধান কলকাতার জাতীয় গ্রন্থাগারে রাজ্য কার্যনির্বাহী কমিটির সভায় যোগ দেবেন।তারপর বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজ্যের সকল মন্ডল সভাপতিদের সাথে বৈঠক করবেন নাড্ডা। আগামীকাল বিকেল ৪:১৫ নাগাদ, কলকাতার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তিনি আলাপচারিতা করবেন। বৃহস্পতিবারই দিল্লি ফিরে যাবেন জে পি নাড্ডা।

প্রসঙ্গত, শাহ-সফরের পরেই বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। উল্লেখ্য, গোষ্ঠী কোন্দলে জর্জরিত নিচুতলার সংগঠনের বেহাল অবস্থার যে রিপোর্ট শেষ মুহূর্তে এসেছিল তাতে নাড্ডার সফরে প্রবল চাপের মুখে সুকান্ত-শুভেন্দু অমিতাভরা। কারণ দুই দিনের সফরে বুথভিত্তিক রিপোর্ট নেবেন নাড্ডা। এদিকে ইতিমধ্যেই রাজ্যের তৈরি অধিকাংশ বুথ সভাপতিরাই অদৃশ্য। মূলত গেরুয়া শিবিরের ডামাডোল পরিস্থিতির উদ্ধারে বঙ্গবিজেপির রাজ্য কর্মসিমিতির বৈঠকে থাকবেন জেপি নাড্ডা। পর পর নির্বাচন ও উপনির্বাচনে হেরে জটিল পরিস্থিতি বঙ্গ বিজেপিতে।

ব্যারাকপুরের সাংসদ, অর্জুন সিং সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়ার ফলে, বিজেপি সাংগঠনিক ক্ষেত্রে সমস্যার মুখে পরে এই অঞ্চলে। এই পরিপ্রেক্ষিতে, জে পি নাড্ডা বিজেপির ব্যারাকপুর জেলার সংগঠনে কিছু রদ বদল করেন এদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *