আজ খবর ডেস্ক:
পুজো আসবো আসবো করছে। আকাশ জুড়ে মেঘ-বৃষ্টির খেলা।
এই সময় নাকি মন কেমন করে! এই সময় নাকি প্রিয় কারোর হাত ধরে বেরিয়ে পড়তে ইচ্ছে করে দূরে কোথাও।
ঠিক এই রকম মন কেমনের গান গেয়েছেন এক বাঙালি শিল্পী, নিজের নাম রেখেছেন “ফেরিওয়ালা” (Feriwala, the entertainer)।
সমাজ মাধ্যমের এই যুগে, নিজের গাওয়া গান ইতিমধ্যেই ইউটিউবে (You Tube) আপলোড করেছেন শিল্পী। মাত্র দু সপ্তাহের মধ্যেই তাঁর গান বেশ জনপ্রিয় হয়েছে।

বিধাননগরের বাসিন্দা এই শিল্পী বহুদিন ধরেই গানের চর্চা করেন। তবে একেবারে মিউজিক ভিডিও বানিয়ে ফেলবেন, তাও আবার সেই ভিডিওতে নিজের অভিনয় করবেন এমনটা নিজেও প্রথমে ভাবেন নি।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে Applied Arts & communication এ স্নাতকোত্তর করেছেন। শখের গান বাজনার সঙ্গে সঙ্গেই চলেছে সমসাময়িক বিষয় গুলোকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা আর বোঝার চেষ্টা।
তখনই মাথায় এসেছে এই লাইনে গুলো..”কত কথা বাকি রয়ে গেল/ কত কিছু বলা হল না…”।
অথবা সেই ভালবাসার গান….
“ভালবাসা কাঁদে হঠাৎ/ রাতঘুম ভেঙে যায়….”।
আসলে এ সবই ভালোবাসার গান।
এই সময়ে দাঁড়িয়ে শিল্পীর মনে হয়েছে, চারপাশে অনেক কিছুই নেই আবার কিছু তো আছে! তাই ভালবাসার সেই টান ফুটে উঠেছে তাঁর লিরিকে।

ফেরিওয়ালা, দ্য এন্টারটেনারের তরফে গত ১লা জুলাই ইউটিউবে দেওয়া হয়েছে এই গান।
একটা সময় ছিল যখন, পুজো আসার বেশ কয়েক মাস আগে থেকেই “পূজোর গান” শ্রোতাদের মাতিয়ে দিত। কোন শিল্পী পুজোয় নতুন কী অ্যালবাম বের করছেন তা নিয়ে আগ্রহ থাকত আমজনতার মধ্যে। এখন আর সেদিন নেই।
বরং এ হল ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের যুগ। নতুন গান তৈরি হওয়ার পর সরাসরি তা তুলে দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে। সেই সঙ্গে গান শুধু আর গান নেই এখন। মিউজিক ভিডিও অনেক বেশি পছন্দ করছেন দর্শক শ্রোতারা।
“ভালবাসার গান”-এও সেই ট্রেন্ড অনুসরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *