আজ খবর ডেস্ক:
সম্পর্ক মাত্র কয়েক বছরের নয়। বরং দীর্ঘ কয়েক দশকের। বলা ভাল, চিত্র পরিচালক তরুণ মজুমদারের(Tarun Majumdar) হাত ধরেই টলিউডের পা রেখেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়(Debashree Roy)।
অনেকে জানেন তবে অনেকেই হয়ত জানেন না “দেবশ্রী” নামটি অভিনেত্রীর আসল নাম নয়। তাঁর আসল নাম ছিল চুমকি রায়। পরিচালক তরুণ মজুমদার “দেবশ্রী” নামটি দিয়েছিলেন। প্রথমে “দাদার কীর্তি” আর তার ঠিক পরেই “ভালবাসা ভালবাসা” ছবি দুটি দেবশ্রীকে এক অভিনেত্রী হিসেবে অন্য পরিচয় দিয়েছিল।
বলাই বাহুল্য, দুটি ছবিরই পরিচালক ছিলেন তরুণ মজুমদার।

তাঁদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই বাবা এবং মেয়ের মত। পরবর্তী সময় দেবশ্রী এমন রাজনীতির সঙ্গে যুক্ত হন, যা তরুণ মজুমদারের ব্যক্তিগত পছন্দের বিপরীত অবস্থান। তবে তার জন্য তাঁদের সম্পর্ক টাল খায় নি একটুও।


নিয়মিত যোগাযোগ ছিল তাঁদের মধ্যে। অর্থাৎ বাবা এবং মেয়ের মধ্যে। বর্ষীয়াণ এই পরিচালক সম্প্রতি মারা যাবার পরে সংবাদমাধ্যমে সেভাবে প্রতিক্রিয়াও দিতে পারেননি দেবশ্রী। এদিন নিয়ম মেনে তরুণ মজুমদারের পারলৌকিক কাজ করলেন তিনি।

নিজের কর্নিয়া শঙ্কর নেত্রালয়ে এবং দেহ এসএসকেএম (SSKM) হাসপাতালে দান করে গিয়েছিলেন তরুণ মজুমদার।
২৫ বছরের দাম্পত্য কাটানোর পরে দীর্ঘ গত বেশ কয়েক বছর ধরেই আলাদা ছিলেন তরুণ মজুমদার এবং সন্ধ্যা রায়।
তাঁরা নিঃসন্তান।
আজ আর তিনি নেই। কিন্তু বাবা মেয়ের সম্পর্ক তো চিরকালীন। সেই পিতার ইচ্ছাতেই পারলৌকিক ক্রিয়া ও বদেহী আত্মার শান্তি প্রাথর্না
হল।

পূর্ণ দাস রোডের ডাকাত কালি বাড়ীর মন্দিরে শ্রlদ্ধ আয়োজন করেছিলেন দেবশ্রী। আজীবন বামপন্থী ভাবধারায় বিশ্বাসী তরুণ মজুমদার এই ধরনের আনুষ্ঠানিক ক্রিয়াকর্মে বিশ্বাস না করলেও কারোর ব্যক্তিগত ধর্মবিশ্বাসে কোনও দিন বাধা দেন নি।
এদিনের অনুষ্ঠানে দেবশ্রীর সঙ্গে ছিলেন অভিনেতা ও পরিচালকের অত্যন্ত জনপ্রিয় একাধিক ছবির নায়ক অয়ন বন্দ্যোপাধ্যায়।


“দাদার কীর্তি” ছবিতে জুটি বেঁধে কাজ করেছিলেন দেবশ্রী ও অয়ন। “শ্রীমানপৃথীরাজ” ছাড়াও পরে আরও বেশ কিছু ছবিতে তরুণ মজুমদারের নায়ক ছিলেন অয়ন বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *