আজ খবর ডেস্ক: এর মধ্যেই কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? অথবা কোনও প্রয়োজনে ট্রেন সফর? প্রথমেই জেনে নেওয়া দরকার, এই মুহূর্তে ভারতীয় রেলে খাবারের দাম কেমন!
কারণ সফর যতক্ষণেরই হোক না কেন, খেতে তো আপনাকে হবেই।


এমনিতেই ভারতীয় রেলওয়ে (Indian railways) ভারতে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। বস্তুত, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এলাকা জুড়ে বিস্তৃত এবং এর আওতায় প্রায় ৭৩৪৯ টি স্টেশন রয়েছে।

এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social media) ভারতীয় রেল সম্পর্কিত একটি ফটো ভাইরাল (viral) হয়েছে। শতাব্দী এক্সপ্রেসে চায়ের বিলের ফটো।
এক যাত্রীর তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে, শতাব্দী এক্সপ্রেসে (Shatabdi Express) এক কাপ চায়ের দাম ২০ টাকা কিন্তু তাতে ৫০ টাকার GST। ফলে এক কাপ চায়ের মোট মূল্য দাঁড়াচ্ছে ৭০ টাকা।

পরে ভারতীয় রেল সূত্রে জন যায়, এক অদ্ভুত নিয়মের কথা। যদি কোনও যাত্রী রাজধানী (Rajdhani Express) বা শতাব্দী ট্রেনে খাবার বুক করে থাকেন, তবে যাত্রীর কাছ থেকে আলাদা করে পরিসেবা কর (Service Tax) নেওয়া হয়না।
কিন্তু রিজার্ভেশন করার সময় যদি কেউ খাওয়ার বুক না করে থাকে, তবে সেই যাত্রীকে প্রতি আইটেমে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
এই আদেশটি ২০১৮ সালে ভারতীয় রেলওয়ে জারি করেছিল।
অনেকের মনে এই প্রশ্ন উঠতেই পারে যে ট্রেনে ভ্রমণের সময় খাদ্য ও পানীয়ের আসল দাম কত, এবং কত টাকা আদতে ব্যয় করতে হচ্ছে?

ট্রেনে খাবারের দাম (train food price):
ব্রেকফাস্ট নিরামিষ- ৪০ টাকা
ব্রেকফাস্ট আমিষ- ৫০ টাকা
স্ট্যান্ডার্ড মিল নিরামিষ- ৮০ টাকা
স্ট্যান্ডার্ড মিল আমিষ (ডিম ভাত)- ৯০ টাকা
স্টান্ডার মিল আমিষ (মাংস ভাত)-১৩০ টাকা।
নিরামিষ বিরিয়ানি (৩৫০ গ্রাম)-৮০ টাকা
এগ বিরিয়ানি (৩৫০ গ্রাম)-৯০ টাকা
চিকেন বিরিয়ানি (৩৫০ টাকা)- ১১০ টাকা

এই দাম আবার অনেকটাই বেড়ে যায় দ্রুতগতির দূর পাল্লার ট্রেনে।
রাজধানী/শতাব্দী/দুরন্ত ট্রেনে খাওয়ারের দাম (train food price)
সকালের চা- ৩৫ টাকা
ব্রেকফাস্ট- ১৪০ টাকা
লাঞ্চ/ডিনার- ২৮৫ টাকা
সন্ধের চা- ৪০ টাকা

রাজধানী/শতাব্দী/দুরন্ত/চেয়ার কার/এসি ৩/ এসি ২- ট্রেনের খাওয়ারের দাম
সকালের চা- ২০ টাকা
ব্রেকফাস্ট- ১২০ টাকা
লাঞ্চ/ডিনার- ১৮৫ টাকা
সন্ধের চা- ৯০ টাকা
দুরন্ত ট্রেনের স্লিপার ক্লাসে খাওয়ারের দাম
সকালের চা- ১৫ টাকা
ব্রেকফাস্ট- ৬৫ টাকা
লাঞ্চ/ডিনার- ১২০ টাকা
সন্ধেরর চা- ৫০ টাকা

খাবারের এই মূল্য তালিকা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে সবথেকে আগে যে প্রশ্ন উঠে এসেছে তা হল, বিভিন্ন ট্রেনে সকালের চা এবং সন্ধেরর চায়ের মধ্যে দামের ফারাক।
সকালে যে চা ১৫/২০ টাকা, বিকেল গড়ালেই সেই এক কাপ চায়ের দাম কী করে ৫০ বা ৯০ টাকা হয়?
দ্বিতীয়ত, টিকিট কাটার সময় অনেকেই খাবার বুক করেন না। সে ক্ষেত্রে তাঁদের থেকে কেন প্রতি আইটেমে অতিরিক্ত ৫০টাকা পরিষেবা কর হিসেবে নেওয়া হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *