আজ খবর ডেস্ক:
১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (President Election)। ২১ জুলাই ফল প্রকাশ। শুধুই সাংসদ, বিধায়কদের ভোট।
সেই অর্থে আমজনতার কোনও ভূমিকা নেই।
অথচ কত দিন কয়েক ধরে দেশের রাজনীতি কার্যত আন্দোলিত হচ্ছে এই ভোটকে কেন্দ্র করে।
প্রথমে সরকার বিরোধী প্রার্থী দেওয়ার জন্য বিরোধী মঞ্চ সক্রিয় হয়ে ওঠে এবং প্রার্থী নির্বাচিত করে যশবন্ত সিংহাকে (Yashwant Sinha)। এনডিএ (NDA) শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।


বিরোধী শিবিরে প্রথম বাদ সাধেন তৃণমূল নেত্রী নিজেই। রথের দিন মমতা (Mamata Banerjee) বলেছিলেন, বিজেপি যদি আগে জানাত দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা হবে তাহলে বিরোধীদের তরফে প্রার্থী দেওয়া হতো না।।
এরপরে যশবন্ত সিনহা নিজেই ক্ষোভ প্রকাশ করেন।
সিপিএম অন্দরেও যশবন্ত কে সমর্থন করা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল।


এবার জানা যাচ্ছে, বিজেপি (BJP) বিরোধী জোটের অন্যতম শরিক শিবসেনার (Shiv Sena) ভোট যেতে পারে দ্রৌপদী মূর্মুর দিকে।

সোমবার মুম্বইয়ে (Mumbai) শিবসেনার সংসদীয় দলের বৈঠক ছিল। সেখান থেকেই খবর সামনে এসেছে যে, দলের ১৬ জন সাংসদ জানান, তাঁরা এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের পক্ষে। কারণ, দ্রৌপদী মুর্মু জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিপুল সংখ্যক জনজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। অন্য দিকে শিন্ডে শিবিরের বিধায়কদের সদস্য পদ খারিজ নিয়ে বিধানসভায় শুনানি আপাতত পিছিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে একনাথ শিন্ডে শিবিরের ভোট যে বিজেপির দিকে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। শিন্ডে বিজেপির নয়া সরকার তৈরি হয়েছে মহারাষ্ট্রে। ফলে রাজ্য বিধানসভায় শিবসেনার কার্যত কোনও ভূমিকা নেই। বিধায়ক সংখ্যাও নগণ্য।

সোমবারের বৈঠকে একদিকে যেমন প্রশ্ন উঠেছে, এরপরে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) পরবর্তী রাজনৈতিক কৌশল কী হতে পারে? অন্যদিকে আবার শিবসেনা অন্দরেই বালা সাহেব পুত্রের রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে সন্দিহান অনেকে।
জানা গেছে, দলীয় সাংসদদের প্রবল চাপে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এমনটাই খবর সূত্রের।
দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে তৃণমূল নেত্রীর পাশে বসে যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী করার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)।

সোমবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীতে বৈঠক হয়। সূত্রের খবর, সেখানে ১৯ জন সাংসদের মধ্যে কম বেশি ১৩ জন উপস্থিত ছিলেন। বেশিরভাগ সাংসদই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য উদ্ধর ঠাকরের কাছে আবেদন জানান।
এছাড়াও দলের আদিবাসী সম্প্রদায়ের নেতারা দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য দলীয় নেতৃত্বের কাছে আবেদন করেছেন বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর, উদ্ধব ঠাকরে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে রাজি হয়েছেন। অর্থাৎ তিনি দলীয় সাংসদ সঞ্জয় রাউতের মতামতকে এড়িয়ে দলের বেশিরভাগ সাংসদের মত গ্রহণ করেছেন।
সঞ্জয় রাউত বলেছেন, শিবসেনার উচিত বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করা। যদিও এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত উদ্ধব ঠাকরের নেওয়ার কথা।
যদিও দলে দ্রৌপদী মুর্মুর সমর্থনে পাল্লা ভারী হতেই সঞ্জয় রাউত বলেছেন, “দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার অর্থ বিজেপিকে সমর্থন করা নয়।”

উদ্ধব ঠাকরে শেষ পর্যন্ত দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করলে, মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি জোটের পক্ষে ধাক্কা। কারণ, এমভিএ (MVA) জোটের দুই অন্য শরিক কংগ্রেস (Congress) ও এনসিপি (NCP) যশবন্ত সিনহাকে সমর্থন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *