আজ খবর ডেস্ক:
রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন অসংখ্য সাংবাদিক। দিন দিন এই পেশায় যেমন এই প্রজন্মের নতুন মুখ আসছে, অন্যদিকে ক্রমাগত বাড়ছে কাজের প্রতিযোগিতা, চ্যালেঞ্জ।
অবিরাম ছুটে বেড়াতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, এক ঘটনা থেকে অন্য ঘটনার ভেতরে ঢুকে খবর সংগ্রহ করা!


বৃহস্পতিবার ২৫শে আগস্ট, দক্ষিণ ২৪ পরগণা প্রেস ক্লাবের (Press Club) উদ্যোগে এই সব সাংবাদিকদের নিয়েই অনুষ্ঠিত হল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা (Journalism Workshop)।


কলকাতার আলিপুরে জেলা প্রেস ক্লাবের দপ্তর সংলগ্ন কক্ষে এই কর্মশালায় যোগ দিয়েছিলেন অভিজ্ঞতা ও বয়সে নবীন, প্রবীণ মিলিয়ে প্রচুর পেশাদার সাংবাদিক।
কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক তথা কলকাতা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি স্নেহাশীষ শূর। বক্তা তালিকায় ছিলেন সাংবাদিক শ্রাবণী গুপ্ত, রক্তিম দাস, মহুয়া মহুয়া সাঁতরা, অনিল কুণ্ডু, জেলা প্রেস ক্লাব সম্পাদক অলোক প্রসাদ, জেলা প্রশাসনের তরফে সনৎ পান্ডে সহ অন্যান্যরা।

আলোচ্য বিষয়ের মধ্যে যেমন সাংবাদিকতার খুঁটিনাটি তুলে ধরা হয়, তেমনই সাংবাদিকদের সংগঠিত থাকার বিষয়েও জোর দেওয়া হয়। অ্যাসাইনমেন্টে গিয়ে কী কী ঝুঁকির মুখে প্রতিনিয়ত পড়তে হয়, তাও জানান কর্মশালায় যোগ দেওয়া সাংবাদিকরা।
দক্ষিণ ২৪ পরগণার কম বেশি ৫৪ জন সাংবাদিককে হাতে কর্মশালা শেষে তুলে দেওয়া হয় শংসাপত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *