আজ খবর ডেস্ক:
পূজোর প্রধান উদ্যোক্তা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পুজোর মুখ ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)।
কলকাতায় অন্যতম জনপ্রিয় এই পুজোয় দর্শনার্থীদের ঢল নেমেছে গত বছর ও। এবার সেখানে যেন ভাঁটার টান! নাকতলা উদয়ন সঙ্ঘের উদ্যোক্তারাও যেন এবার খানিকটা স্থিমিত (Naktala Udayan Sangha)৷

পার্থ চট্টোপাধ্যায়কে আগেই দলের “মহাসচিব” পদ মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আপাতত তিনি সিবিআই হেফাজতে। পুজো কাটবে প্রেসিডেন্সি জেলেই। এলাকার বাসিন্দাদের মধ্যেও নানান জল্পনা পুজোর ভবিষ্যৎ নিয়ে। যদিও নাকতলার পুজো উদ্যোক্তারা মরিয়া চেষ্টা চালাচ্ছেন পুজোর সাফল্যের জন্য৷


বদলে ফেলা হয়েছে পুজোর জাঁকজমক, গ্ল্যামার কোশেন্ট এবং উদ্বোধকের তালিকা। এ বার তাঁদের পুজোর থিম সমাজের খেটে খাওয়া মানুষ এবং মোটা কাপড়৷
প্রতিমা, মণ্ডপ ও অন্যান্য অনুষঙ্গে তাঁরা তুলে ধরেছেন সমাজের শ্রমজীবী অংশকে৷ মোটা সুতোয় বোনা বেশ কিছু হস্তশিল্পের নমুনা দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ৷
জানা গিয়েছে, ৩৪ বছরের পুরনো এই পুজোয় এবার সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে বুধবার রাত ৯ থেকে৷

তবে জোর জল্পনা চলছে এই পুজোর উদ্বোধন ঘিরে। দর্শনার্থীদের শুধু নয়, আমজনতার মনেও প্রশ্ন, নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো এবার কার হাত দিয়ে উদ্বোধন হবে।
গত ১১ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করে এসেছেন এই পুজোর৷ সমাজ মাধ্যমে উদ্যোক্তাদের দাবি, এবছর ও এই পুজোর উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে পুজো কমিটির তরফে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ কিন্তু নবান্ন থেকে ইতিবাচক সাড়া মেলেনি।


প্রসঙ্গত, নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর উদ্বোধন সংক্রান্ত একটি পুরনো ভিডিও ক্লিপ (Video Clip) ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে পার্থ-অর্পিতার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এই ভিডিও ঘিরে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে৷ সূত্রের খবর, তাই এবার নাকতলায় উদ্বোধনে আসছেন না মমতা।

পুজোর থিম “মোটা কাপড়”।
“মানবতার পুজো” শীর্ষক পোস্টার ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। জানা গিয়েছে, সমাজের শ্রমজীবী বিভিন্ন পেশার মহিলাদের হাত দিয়ে বুধবার বিকেল ৫ টায় উদ্বোধন করা হবে এই পুজোর৷ পূজোর পোস্টারে বলা হয়েছে, “বাস্তবের দুর্গা”-দের উপস্থিতিতেই হবে উদ্বোধন৷

থাকছেন মহিলা প্রতিমাশিল্পী চায়না পাল, “দুর্বার” সংগঠনের সদস্যরা। গোলাপি ট্যাক্সি চালক, মেকআপ আর্টিস্ট, মহিলা চা বিক্রেতা, ফুল বিক্রেতা সহ সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা শ্রমজীবী মহিলাদের হাত ধরেই এবার নাকতলায় পুজোর উদ্বোধন হচ্ছে আজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *