আজ খবর ডেস্ক:
আর বেশি বাকি নেই! খাতায় কলমে দুর্গাপুজোর (Durga Puja 2022 ) আর এক মাসও বাকি নেই।
আবার ইউনেস্কোর (Unesco) স্বীকৃতি মেলার পর ইতিমধ্যেই রাজ্যজুড়ে হয়ে গিয়েছে পুজোর বর্ণাঢ্য মিছিল (Mega Rally of Durga Puja)।


পুজোর ঠিক আগেই তাই সল্টলেক এজে ব্লকের (SaltLake AJ Block) “Pre-পুজো হুল্লোড়” প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার থেকে। মেলায় মোট ৩৪টি স্টল জুড়ে প্রচুর পোশাক, গয়না, ঘর সাজানোর জিনিসের সম্ভার। সঙ্গে আরও অনেক কিছু।

ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, আইসক্রিম তো উপরি পাওনা! এখানে পাবেন খাঁটি মধু ও মৌমাছিজাত পণ্য, খাঁটি ঘি, জৈব চাষে উৎপন্ন খাদ্যশস্য, রান্নার তেল, নবদ্বীপের ক্ষীর দই , কেক, চকোলেট, মিষ্টি। এক কথায়, রসনাতৃপ্তির এলাহি আয়োজন।


এলাকার ছোটদের বিভিন্ন স্কুল থেকে আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণকারী শিশুরা পাবে মজাদার সব পুরষ্কার।
সাংস্কৃতিক মঞ্চে সপ্তাহ শেষের এই তিন দিনই থাকবে নাচ-গান-আবৃত্তি সহ নানারঙের মনোজ্ঞ অনুষ্ঠান।

চমকের এখানেই শেষ নয়। এই পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে আছেন এজে ব্লকের মহিলারা। কেউ কর্মরতা কেউ গৃহবধূ। বছরভর সংসারের দশদিক সামলে পুজোর ঠিক মুখেই “দশভূজা” ভূমিকায় এই মেলা সামলাচ্ছেন তাঁরা।
২রা থেকে ৪ঠা সেপ্টেম্বর এই প্রদর্শনী কাম মেলা চলছে সল্টলেক এজে ব্লকের খেলার মাঠে। মেলার সময় প্রতিদিন
দুপুর দুটো থেকে রাত ন’টা।


তবে আর অপেক্ষা কেন? শনি, রবির মাঝে টুক করে ঘুরে আসুন মেলা থেকে। মিলে যেতে পারে আপনার মনের মত পুজো ফ্যাশনের রসদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *