আজ খবর ডেস্ক:
পাবলিক সার্ভিস কমিশনের (PSC) একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছেন চাকরি প্রার্থীরা। রয়েছে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ।
বিভিন্ন ইস্যুতে বারবার দক্ষিণ কলকাতার পিএসসি অফিস ঘেরাও করা হয়েছে।


আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্যে সরকারি দপ্তরে নিয়োগ নেই বললেই চলে। সামান্য যে নিয়োগ হচ্ছে, তাতেও সীমাহীন দূর্নীতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির (SSC Scam) কারনে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee) গ্রেপ্তার হয়েছেন। জেলে আটক ৫ জন আধিকারিক।
কেবল শিক্ষক নিয়োগ নয়, রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে নিয়োগে দুর্নীতি। WBCS (Ex) পর্যন্ত ছাড় পায় না।

অভিযোগে বিদ্ধ উত্তরবঙ্গের কালচিনির বর্তমান বিডিও (BDO) প্রশান্ত বর্মন।
২০১৭ সালে WBCS (Ex) পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর একটি খবর প্রকাশ্যে আসে সাদা খাতা জমা দিয়ে বাংলা তে ১৬২ ও ইংরেজি তে ১৬৮ পেয়েছেন।
পরে দেখা যায় তিনি প্রথম হয়েছেন। সেই পরীক্ষার্থীর নাম প্রশান্ত বর্মন। রোল নং ১৭০০৩৫৩।
প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এক নজরে দেখে নেওয়া যাক।

  • ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ না করেও মেইন পরীক্ষায় বসেন
  • মেইন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর আসে তাঁর নামে
  • ১৩/৪/২০১৭ সালে প্রকাশিত প্রিলিম(Prelim)-এ নামই ছিল না প্রশান্ত বর্মনের
  • ২১/৪/২০১৭ তারিখে আরেকটি মেধা তালিকা প্রকাশিত হয়, যেখানে রাতারাতি
    প্রশান্ত বর্মনের নাম দেখা যায়
  • এই তালিকায় শীর্ষে ছিল প্রশান্ত বর্মনের নাম। অর্থাৎ তিনি “টপার”! তবে কাজে যোগ দেন ২০১৯ এ।

সেই সময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে তৈরী হয় PSC দুর্নীতি মুক্ত মঞ্চ।
সংগঠনের তরফে ইন্দ্রজিৎ ঘোষ জানান, “২০১৮ সাল থেকে ধারাবাহিক আন্দোলন করেছি। WBCS( EX) ২০১৬, ২০১৭, ফুড এস আই, ফায়ার অপারেটর সহ একাধিক পরীক্ষায়। ইতিমধ্যে তিন জন চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। প্রথমে ছিলেন দীপঙ্কর দাশগুপ্ত, তারপর দেবাশীষ বসু বর্তমান পিয়ালী সেনগুপ্ত। সকলের কাছেই ডেপুটেশন দিয়েছি।
আন্দোলনের চাপে PSC তে পরীক্ষা পর Anwer Key . প্রকাশ করেছে, ফল প্রকাশের পর কাট অফ দিচ্ছে, পরীক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল নাম্বার প্রকাশ করছে। দ্রুত ফল প্রকাশের আন্দোলনে ও সাড়া পাওয়া গেছে।
কিন্তু প্রশান্ত বর্মনের দুর্নীতির কোনো অগ্রগতি হচ্ছে না।”

পরবর্তী সময়ে কোর্টে মামলা হয়। কেস নং WPA 7847/2018. ও
WP 12087 of 2018
এই কেসের ফলে RTI এ প্রশান্ত বর্মনের প্রিলিমিনারির নম্বর প্রকাশ্যে আসে। জানা যায় তিনি মাত্র ১৩ পেয়েছে। এই তথ্য সামনে আসে ২০২১ সালের ১৭ জুলাই।
তারপর ও তিনি সরকারি চাকরি করছেন।
তাই PSC দুর্নীতি মুক্ত মঞ্চ সিন্ধান্ত গ্রহন করে রাস্তার আন্দোলনের পাশাপাশি সমান্তরাল ভাবে আদালতে ও লড়াই করতে হবে।
সেই সিন্ধান্ত অনুযায়ী সোমবার ১৯শে সেপ্টেম্বর ২০২২ WP 12087 of 2018 এই মামলার সঙ্গে পার্টি হিসেবে যুক্ত হল পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ ।
মঞ্চের পক্ষ থেকে এই মামলায় সই করেছেন ইন্দ্রজিৎ ঘোষ।
জানা গিয়েছে, পুজোর পর এই মামলার শুনানি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *