আজ খবর ডেস্ক:
TET Exam আগামী ১১ই ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা (Primary TET Exam)। এদিন তার সিলেবাস (Syllabus) ও প্রশ্নের ধরন আপলোড হয়েছে।


এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে, পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী মঞ্চ জানিয়েছে, গাইডলাইন প্রকাশের দাবি জানিয়েছিলেন তাঁরা। সংগঠনের নেতা ইন্দ্রজিৎ ঘোষ বলেন, “আমাদের মঞ্চের তরফে চাকরি প্রার্থীদের সুবিদার্থে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের দাবীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের ইমেল করা হয়েছিল। কার্যত তারপরেই পর্ষদ ওয়াকিবহাল হয়।”


পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে,

  • ১৫০ টি এমসিকিউ (MCQ) প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে।
  • বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই হবে প্রশ্ন।
  • থাকবে না কোনও নেগেটিভ মার্কিং (Negative Marking)।
  • প্রত্যেক সেন্টারে বাড়তি নজরদারির জন্য থাকবেন সেন্টার ইনচার্জ।
    এই গাইডলাইনের পাশাপাশি, মডেল প্রশ্নপত্রও প্রকাশ করেছে পর্ষদ। পর্ষদের ওয়েবসাইটে সেই প্রশ্নপত্র দেখা যাবে।

এবার প্রথম প্রাথমিক টেট পরীক্ষায় প্রতি বিষয়ে পাঁচটি পর্ব থাকবে। শিশুমনস্থ/ শিশু বিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত ও পরিবেশ বিদ্যায় ১৫ টি করে প্রশ্ন থাকবে।
১১ই ডিসেম্বর দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টেট পরীক্ষা হবে। অর্থাৎ মোট আড়াই ঘণ্টার পরীক্ষা দেবেন চাকরিপ্রার্থীরা।


টেট-দুর্নীতি (TET/SSC Scam) নিয়ে রাজ্যজুড়ে দীর্ঘদিন ধরেই তোলপাড় চলছে। এই আবহেই সেই পরীক্ষার মডেল প্রশ্নপত্র থেকে শুরু করে নিয়মাবলি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা, সময়ই বা কতক্ষণ– তার বিস্তারিত তথ্য প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আবেদন করার শেষ তারিখ ৩রা নভেম্বর ২০২২।
অনলাইনে আবেদন করার শেষ দিনও ৩রা নভেম্বর।

পরীক্ষার্থীদের জন্য জরুরি বিষয়:
১. ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে।

২. রোল নম্বর মিলিয়ে দেখে জায়গা খুঁজে নিতে হবে প্রার্থীদের। অন্য জায়গায় বসলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

৩. পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে পরীক্ষার হলে পৌঁছতে হবে। পরীক্ষা শুরু হয়ে গেলে প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না।

৪. কোনও লেখা বা ছাপানো কাগজ, পেনসিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, নোট প্যাড, পেন ড্রাইভ, রবার, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, কাড বোর্ড নিয়ে হলে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা।

৫. সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন, ব্লু টুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার বা হেল্থ ব্যান্ড।

৬. ক্যামেরা, সানগ্লাস, হাতের ব্যাগ, সোনার গয়না নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে।

৭. ইনভিজিলেটরের অনুমতি ছাড়া পরীক্ষা শেষ হওয়ার আগে কোনও প্রার্থী হল থেকে বের হতে পারবেন না।

৮. হলে বসে ধূমপান করা বা তামাক চিবনো যাবে না।

৯. পরীক্ষা চলাকালীন কোনও পানীয়, খাদ্য, চা বা কফি ভিতরে নিয়ে প্রবেশ করা যাবে না।

এবার আসা যাক কোন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা, সেই বিষয়ে;
শিশুবিকাশ ও শিশুশিক্ষা- ৩০
প্রথম ভাষা (বাংলা/হিন্দি/ওড়িয়া/তেলেগু/নেপালি/সাঁওতালি/উর্দু)- ৩০
দ্বিতীয় ভাষা (ইংরেজি)-৩০
অঙ্ক- ৩০
পরিবেশবিদ্যা- ৩০
প্রশ্নপত্র কেমন হবে, তারও মডেল প্রকাশ করেছে পর্ষদ। এমসিকিউ কতগুলি, বড় উত্তর কতগুলি, তাও লেখা রয়েছে বিজ্ঞপ্তিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *