আজ খবর ডেস্ক:
TET agitation চলতি সপ্তাহের বুধবার রবীন্দ্র সদনের সামনে ঘটেছিল সেই অভাবনীয় ঘটনা। টেট (TET) চাকরিপ্রারথী অরুণিমা পাল (Arunima Pal) নামে এক মহিলা আন্দোলনকারীর হাতে কামড়ে দিয়েছিলেন কলকাতা পুলিশের এক মহিলা কর্মী। পরে জানা যায়, ওই পুলিশকর্মীর নাম ইভা থাপা (Iva Thapa)।
অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সব মহল থেকেই। এবার এই বিষয়ে নড়েচড়ে বসল লালবাজার (Lalbazar)। সূত্রের খবর, বুধবারের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সাউথ (২) বুদ্ধদেব মুখোপাধ্যায়কে।

কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, ডেপুটি কমিশনার অভিযুক্ত মহিলা পুলিশকর্মীর সঙ্গে কথা বলবেন। কথা বলবেন অরুণিমার সঙ্গেও। সে-দিন ঠিক কী হয়েছিল, তাঁদের কাছে তা জানতে চাইবেন। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সে-দিন ঘটনাস্থলে উপস্থিত অন্য পুলিশকর্মীদের বক্তব্য রেকর্ড করবেন ওই অফিসার। অভিযুক্ত ওই মহিলা পুলিশকর্মী এখন হাসপাতালে ভর্তি আছেন।TET agitation


পুলিশের একাংশ বলছে “ওপর মহল” থেকেও এই বিষয়ে চাপ এসেছে। তাই, কীভাবে এই গোটা ঘটনা ঘটল? কেন ওই মহিলা পুলিশকর্মী এমন ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখা হবে তদন্তে। দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্তা কথা বলবেন অভিযুক্ত মহিলা পুলিশ কর্মীর সঙ্গেও। TET agitation
তারপর সেই ভিত্তিতে রিপোর্ট জমা দেবেন ডিসি সাউথ। তাঁর রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে লালবাজার।

লালবাজার সূত্রের খবর, সোমবারই অভিযুক্ত মহিলা পুলিশ কর্মী ইভা থাপাকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, ওইদিনই ডেকে পাঠানো হতে পারে আহত মহিলা আন্দোলনকারী অরুণিমা পালকেও। এখন প্রশ্ন উঠছে, দু’জনকে মুখোমুখি বসিয়েই কি জিজ্ঞাসাবাদ করবেন ডেপুটি কমিশনার? যদিও সেই সম্ভাবনা কম বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সম্ভবত, আগে ইভার থেকে বুধবারের ঘটনা সম্পর্কে জানবেন তিনি। তারপরই ডেকে পাঠানো হবে অরুণিমাকে।


শুক্রবারই কামড় কাণ্ডের বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় লালবাজার। তদন্ত শেষে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রয়েছে। ইতিমধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অরুণিমার ক্ষত পরীক্ষা করে “হিউম্যান বাইট” (Human Bite) হিসেবে নিশ্চিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *