আজ খবর ডেস্ক:
Imran Khan attack পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Ex Prime Minister of Pakistan) ইমরান খানকে (Imran Khan) লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়া হয়েছে। পদযাত্রায় (Long March) বেড়িয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইমরান।
বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গুজরনওয়ালার আলওয়ালা চকে একটি ট্রাকে সওয়ার ছিলেন ইমরান। তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সেসময় আচমকা গুলি চলে। ইমরান ছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন তাঁর আপ্ত সহায়ক-সহ আরও বেশ কয়েক জন নেতা-কর্মী।

ইমরানের পায়ে একাধিক গুলি লেগেছে। হামলার পর প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘‘আল্লা আমায় আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করব।’’
পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে একটি ট্রাকের মাথায় উঠে বক্তব্য রাখছিলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।


সে সময় এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ইমরানের সঙ্গীদের গুলিতে গুরুতর আহত ওই ব্যক্তির কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় বলে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) নেতা ফাওয়াদ চৌধরি জানিয়েছেন, আহত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে (Lahore) আনা হয়েছে। হামলার ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠন জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করছে পাক পুলিশ।
Imran Khan attack ইমরানকে লক্ষ্য করে গুলি চালানোর সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, কী ভাবে গুলি খেয়ে ট্রাকের ওপরেই পড়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রী।
ইমরান খানের ডান পায়ে একাধিক গুলি লেগেছে বলে খবর। ভিডিওতে দেখা গিয়েছে, একটি ট্রাকে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগিয়ে আসছিলেন ইমরান। রাস্তা তখন লোকে লোকারণ্য। নেপথ্যে বাজনার শব্দ। হঠাৎ সেই শব্দকে ছাপিয়ে গুলির আওয়াজ শোনা যায়। এলোপাথাড়ি গুলি চালানো হয় ইমরানকে লক্ষ্য করে। ২২ সেকেন্ডের এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

প্রসঙ্গত, ইমরানের ওই পদযাত্রাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু গত মাসে পাকিস্তানের শীর্ষ আদালত সেই দাবি খারিজ করে দেয়। পিটিআই নেতৃত্বের একাংশের মতে, ইমরানের ওপর হামলার নেপথ্যে কোনও ‘রাজনৈতিক কারণ’ থাকতে পারে।


সাম্প্রতিক কালে পাক সেনা ও সামরিক গুপ্তচর সংগঠন আইএসআইয়ের (ISI) বিরুদ্ধে একাধিক বার তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগ তুলেছেন ইমরান। নজিরবিহীন ভাবে যার জবাব দিতে সাংবাদিক বৈঠক করেছেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুম।


তবে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস এমনিতেই রক্তে টাঙানো। এর আগেও পাকিস্তানে একাধিক নেতা-নেত্রী জনসভায় হামলার শিকার হয়েছেন। সে দেশের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান জনসভায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। ২০০৭-এর ২৭ জানুয়ারি ১৫ বছর বয়সী এক আত্নঘাতী বোমারুর হামলায় নিহত হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাক তালিবান (টিটিপি) ওই হামলার নির্দেশ দিয়েছিল বলে পরবর্তীকালে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *