আজ খবর ডেস্ক:
Mamata Banerjee হাসপাতালে দালালরাজ নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্য দপ্তরকে (West Bengal Health Department) দ্রুত ব্যবস্থা নিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গত কয়েকদিন একের পর এক সামনে এসেছে সরকারি হাসপাতালের “রেফার” সমস্যা।
সেরিব্রাল আক্রান্ত বেহালার এক বৃদ্ধাকে কার্যত গোটা রাত পড়ে থাকতে হয়েছিল এসএসকেএমের (SSKM) বাইরে। খবর প্রকাশ্যে আসতে যারপরনাই ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিধানসভায় বক্তৃতা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে দালাল চক্রের বাড়বাড়ন্ত নিয়ে একটি প্রশ্ন করেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।

প্রসঙ্গত, আলিপুরদুয়ার হাসপাতালের আয়া ও দালালচক্র নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জবাব দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “বিজেপির বিধায়ক একটি যথার্থ বিষয়ের উল্লেখ করেছেন। এটা বাস্তব। আগে পিজি হাসপাতালেও সমস্যা ছিল। স্বাস্থ্য দপ্তর একটা ডেটা ব্যাঙ্ক তৈরি করুক। যাতে কোন হাসপাতালে কী হচ্ছে সেটা জানা যায়।” Mamata Banerjee
মমতা এই প্রসঙ্গে আরও বলেন, “আয়া অনেকেই আছেন। দীর্ঘদিন ধরে কাজ করতে করতে তাঁদের অনেক ব্যাপারে অভ্যাস হয়ে গেছে। আমি প্লাস্টার করতে পারি। একবার শোভনদেব চট্টোপাধ্যায়ের ড্রেসিং করে দিয়েছিলাম। তবে আমি মনে করি অভিযোগ উঠলে তদন্ত হওয়া উচিত। ইঞ্জেকশন দেওয়া নার্স বা চিকিৎসকের কাজ।” Mamata Banerjee

এই প্রসঙ্গেই বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে মমতা সরকারি বিভিন্ন হাসপাতালের দালাল চক্র নিয়ে সরব হন। তিনি বলেন, ‘‘হাসপাতালে দালালচক্র চলবে কেন?’’ এর পরই তিনি জেলা পুলিশকে এ ব্যাপারে নজর রাখার নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের বলেন, ‘‘আপনারা নজর রাখুন। দালালচক্র পেলেই দ্রুত ব্যবস্থা নিন।’’
হাসপাতালে দালালদের বাড়বাড়ন্ত নিয়ে আগেও বহু বার বিরোধীরা অভিযোগ করেছে। সেই অভিযোগের জের টেনেই মমতা স্বাস্থ্য দপ্তর এবং জেলা পুলিশকে হুঁশিয়ারি দেন। তার পরই বলেন, ‘‘দালালচক্র চলছে কি না আপনারা মনিটরিং করুন।’’ হাসপাতালে দালালদের হদিস পাওয়ার প্রসঙ্গে মমতার মন্তব্য, ‘‘আমি যদি মোবাইল দিয়ে মনিটরিং করতে পারি, তা হলে স্বাস্থ্য দপ্তর পারবে না কেন?’’


তারপরেই অবশ্য সরাসরি নাম না করে বিজেপি বিধায়ককেও জবাব দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘জনপ্রতিনিধিদের বলবো আপনারা ভাবুন। হাসপাতালে ৪০০ বেড। কিন্তু ৮০০ রোগী আসলে কি ফিরিয়ে দেবে? এত ভাল স্বাস্থ্য পরিষেবা কোথাও নেই।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *