আজ খবর ডেস্ক:
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee Death) । মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সে মঙ্গলবার দুপুরে মানব মুখোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর।
মঙ্গলবার সকাল ১১:১০ নাগাদ পর পর ২বার হৃদরোগে আক্রান্ত হন মানব মুখোপাধ্যায়। ১১:৪৫ নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।


আলিমুদ্দিন সূত্রে খবর, আজ চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে। কাল ৩০শে নভেম্বর সকাল ১০-০০ টায় বেড়িয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিস, ১১টায় পার্টি রাজ্য দপ্তর, ১১-৩০টায় জেলা দপ্তর হয়ে বেলা ২টো নাগাদ মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে দেহদান করা হবে।

মানব মুখোপাধ্যায়ের জন্ম ১৯৫৫ সালের ২৪শে আগস্ট হরিপদ দত্ত লেন, টালিগঞ্জ।
পড়াশোনা- যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়।
SFI এর কলকাতা জেলার সভাপতি হন ১৯৮৪, ১৯৮৭ তে রাজ্য DYFI এর মুখপত্র, যুবশক্তির সম্পাদক হন।
১৯৯১ সালে DYFI এর রাজ্য সম্পাদক।


১৯৮৬ সালে পার্টির কলকাতা জেলা কমিটির সদস্য হন।
১৯৯৮ সালে রাজ্য কমিটির সদস্য, পার্টির কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য।
পার্টি রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য হন ২০১৮ তে।
বিধায়ক ছিলেন ১৯৮৭-২০১১ বেলেঘাটা বিধানসভার।
মন্ত্রী হন ১৯৯৬ সালে।
২০১১ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যুব কল্যাণ দপ্তর, পর্যটন, পরিবেশ, আই টি দপ্তরের মন্ত্রী ছিলেন। Manab Mukherjee

বছর দুয়েক ধরেই অসুস্থ ছিলেন মানব মুখোপাধ্যায়। ।
গত আগস্ট মাসে তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক হয় । ছিলেন ভেন্টিলেশনে। শ্বাসকষ্ট, হাঁটা ও কথা জড়িয়ে যাওয়ার সমস্যা থাকায় ৫ই আগস্ট প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতাকে মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি করা হইয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *