আজ খবর ডেস্ক:
রাত পোহালেই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। বস্তুত, এই বছরের শেষ চন্দ্রগ্রহণ মঙ্গলবার, ৮ই নভেম্বর। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, উত্তর আমেরিকা, উত্তর পূর্ব ইউরোপ ও আমেরিকা থেকে। এই গ্রহণ ভারতের বিভিন্ন শহর থেকেও দেখা যাবে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কী?
যখন একই সরলরেখায় চাঁদ, পৃথিবী ও সূর্য অবস্থান করে, তখন Lunar eclipse গ্রহণ সম্পন্ন হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য এক সরলরেখায় থাকার ফলে চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। পৌঁছয় না সূর্যের আলো। চাঁদকে তখন কিছু সময়ের জন্য সম্পূর্ণরূপে দেখা যায় না। এটিই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

আংশিক চন্দ্রগ্রহণ কী?
সূর্য, পৃথিবী, চাঁদ এক সরলরেখায় থাকলে, পৃথিবীর ছায়া আংশিক যদি চাঁদে পড়ে, তাহলে চাঁদকে আংশিকভাবে দেখা যায়না। তখনই আংশিক চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার দীর্ঘ ক্ষণ ধরে চাক্ষুষ করা যাবে চন্দ্রগ্রহণ। তবে পৃথিবীর সব প্রান্তে এই গ্রহণ দেখা যাবে না।
ভারতের পূর্বাঞ্চলে পূর্ণ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং অন্যান্য রাজ্যে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ব্রাজিল, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।


ভারতের ক্ষেত্রে পূর্বাঞ্চলের কোহিমা (Kohima), আগরতলা (Agartala), গুয়াহাটি (Guwahati) অবস্থানের কারণে কলকাতার (Kolkata) আগে সম্পূর্ণ গ্রহণ দেখতে পাবে। শুধুমাত্র কোহিমাতেই, গ্রহণটি তার সর্বোচ্চ পর্বে প্রায় ৪.২৯ এ দেখা যাবে, যখন চাঁদ পৃথিবীর ছায়ার অন্ধকার অংশ অতিক্রম করবে।

ভারতের প্রধান শহরগুলিতে চন্দ্রগ্রহণ শুরু এবং শেষের সময়

১) কলকাতা
চাঁদ বিকেল প্রায় ৪.৫২ মিনিটে পূর্ব দিগন্তের উপরে উঠতে শুরু করবে এবং ৪.৫৪ এর মধ্যে সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে।
২) নয়াদিল্লি
প্রায় ৫.৩১ টায় আংশিক গ্রহণ দেখবে, চন্দ্রের ৬৬ শতাংশ অস্বচ্ছতা সহ। কারণ গ্রহণের মোট পর্বটি ৬.১১ টার মধ্যে শেষ হবে।
৩) বেঙ্গালুরু
চাঁদ ৫.৫৭ মিনিটে সম্পূর্ণভাবে উদিত হবে। পৃথিবীর ছায়ায় ২৩ শতাংশ আচ্ছাদিত হবে চাদের।
৪) মুম্বাই
এটি ১৪ শতাংশ অস্বচ্ছতার সাথে ৬.০৩ টায় দেখতে পাবে।

লাল চাঁদ (Red Moon)
মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ। এই সময় চাঁদের রং লাল দেখাবে।


ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছু ক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে।

কলকাতার পাশাপাশি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে শিলিগুড়ি, কোহিমা, আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর, পটনাতেও। শিলিগুড়িতে (Siliguri) পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে বিকেল ৪টে ৪৯ মিনিট নাগাদ।
মঙ্গলবারের পর আবার ৩ বছর বাদে এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ১৪ই মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *