আজ খবর ডেস্ক:
Runa Laila দিন কয়েক আগেই জীবনের ৭১তম বছরে পা রেখেছেন বাংলাদেশের (Bangladeshi Singer Runa Laila) ‘গানের পাখি’ রুনা লায়লা। উপমহাদেশে জুড়ে জীবন্ত কিংবদন্তির খ্যাতি পাওয়া এই শিল্পীকে এবার দেখা যাবে কোক স্টুডিও বাংলা’র আগামী সিজনে।


প্রযোজকদের তরফে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে শুরু হবে কোক স্টুডিও বাংলার (Coke Studio Bangla ) দ্বিতীয় সিজন। এরই মধ্যে আয়োজক কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। আসছে সিজনে কোক স্টুডিওর মঞ্চে দেখা যাবে রুনা লায়লাকে। রুনা লায়লা নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

কোক স্টুডিওর এই উদ্যোগকে “খুব চমৎকার” উল্লেখ করে রুনা লায়লা বলেন, “এর মাধ্যমে দেশের অনেক মেধাবী শিল্পীর উঠে আসার সুযোগ তৈরি হবে। এটি হওয়ায় ভাল হয়েছে।” Runa Laila


জানা গিয়েছে, নতুন সিজনেও সংগীতায়োজন করবেন সংগীত পরিচালক অর্ণব ও ইমন চৌধুরী। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পথ চলা শুরু করে কোক স্টুডিও বাংলা। আট মাসে ১০টি গান দিয়ে ইতি টানা হয় প্রথম সিজনের।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গান গাইছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। গান গেয়েছেন বাংলা, হিন্দি, ঊর্দু ছবিতে। ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। যুক্ত আছেন সমাজসেবামূলক কাজে।


“ইস্টিশনের রেলগাড়িটা”, “বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম”, মেরা বাবু ছ্যাল ছবিলা” সহ একাধিক জনপ্রিয় গান বেরিয়েছে তাঁর কন্ঠ থেকে। যদিও শিল্পী জানিয়েছেন, কোক স্টুডিওতে তিনি কোন গানটি গাইবেন তা এখনও ঠিক করেন নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *