আজ খবর ডেস্ক:
Upper Primary Protest চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত কলকাতার রাজপথ। উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগের দাবিতে কালীঘাটের (Kalighat) রাস্তায় বিক্ষোভে বসেন চাকরিপ্রার্থীরা।
কিন্তু বেলা একটা বাজতেই পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া শুরু করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। পুলিশ রীতিমত টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের ভ্যানে তোলে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই এক্সাইড মোড় (Exide Crossing) চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল ধর্মতলা থেকে এলগিন রোড পর্যন্ত এলাকা। তুমুল উত্তেজনার পরিস্থিতে এক চাকরিপ্রার্থীকে কামড়ানোর অভিযোগ ওঠে কলকাতা পুলিশের এক মহিলা কর্মীর বিরুদ্ধে। যা নিয়ে বিতর্কে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।


এদিন কালীঘাট মেট্রো স্টেশন সংলগ্ন রাস্তায় ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তিই শুধু নয়, চোখে পড়ে চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিক্ষোভকারীদের।

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা বুধবার একটু বেলা গড়াতেই কালীঘাট মেট্রো স্টেশনের ২ নম্বর গেট দিয়ে একসঙ্গে অনেকে বেরিয়ে আসেন। তারপর রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন৷ কালীঘাটে মেট্রো স্টেশনের কাছে বসে পড়লে পুলিশের টিম চলে আসে। সেই সময় আন্দোলনকারীরা রাস্তায় কার্যত শুয়ে পড়েন। জোর করে পুলিশ কর্মীরা কয়েকজন আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তোলেন। পুলিশের তরফে নিয়ে আসা হয়েছিল তিনটি বাস। বাসে উঠতে চাইছিলেন না আন্দোলনকারীরা।

শুরু হয়ে যায় ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে চেষ্টা করেন।
Upper Primary Protest আন্দোলনকারীদের দাবি ৮ বছর আগে পরীক্ষা দিয়েছেন। কিন্তু আজও চাকরি মেলেনি। তাই চাকরি দিতে হবে।
সেই সময়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ চাকরিপ্রার্থীদের আটক করে তুলে নিয়ে যায় পুলিশ৷

ধস্তাধস্তির সময়ে বেশ কিছু চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে যান৷ তাঁদের অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়৷ রাসবিহারি অ্যাভিনিউয়ের দিকেই মূলত ধস্তাধস্তি হয়৷ মোট তিনটি বাসে চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ৷ বিক্ষোভকারীদর অভিযোগ, “২০১৫ সালে তাঁরা পরীক্ষা দিয়েছিলেন৷ কিন্তু সেই নিয়োগ এখনও হয়নি৷ বিক্ষোভের সময়ে পুলিশ আমাদের মারধর করেছে৷ আমাদের হাতে যন্ত্রণা হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও আমাদের মার খেতে হচ্ছে৷”
ওয়াকিবহাল মহলের অভিযোগ, আপার প্রাইমারী ২০১৪ তে নোটিফিকেশন হয়েছিল। ২০১৫তে পরীক্ষা হয়। ২০১৬তে রেজাল্ট প্রকাশ পায়। ২ বার ইন্টারভিউ দেওয়ার পর আজও নিয়োগ হয় নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *