আজ খবর ডেস্ক:
রবিবাসরীয় শহরে শীতের আমেজ! কলকাতার তাপমাত্রা আস্তেআস্তে নীচের দিকে নামছে৷ যদিও, আইএমডি-র (IMD) ওয়েদার আপডেট (Weather Update) অনুযায়ী আগামী ৪ দিনে এক ধাক্কায় পারদ নেমে যাওয়ার কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই৷

তবে রবিবার সকাল থেকেই হিমেল হাওয়া, গায়ে অনুভূত হচ্ছে শিরশিরানি। সেই সঙ্গে কোথাও কোথাও হাল্কা কুয়াশাও দেখা গেছে ভোরে। এরই মাঝে শহরের তাপমাত্রা কমে গেল ২ ডিগ্রি।
বস্তুত, গত কয়েক দিন ধরেই ভোরের দিকে বেশ ঠান্ডা পড়ছে শহরে। শহরতলিতেও অনুভূত হচ্ছে শীত শীত ভাব। তবে সকালে শীত থাকলেও বেলা যত বাড়ছে, ততই রোদের তেজ চড়ছে।

হাওয়া অফিস বলছে, ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা ১৬ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তা ১৪ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামবে।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা প্রায় ২ ডিগ্রি কমেছে।
তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।
আগামী ২ থেকে ৩দিন রাতের দিকে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
Weather update আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) পূর্বাভাস, কলকাতায় রবিবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা এবং পশ্চিমের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে শীতের দাপট বাড়তে পারে।
এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আগামী দু’দিন হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় আগামী ৩ দিন শুষ্ক আবহাওয়া থাকবে।

আবহবিদরা জানিয়েছেন, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছিল না বাংলায়। কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। ফলে ক্রমেই নামবে দুই বঙ্গের তাপমাত্রা। সিকিমে (Sikkim) তুষারপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

এদিকে সাইক্লোনিক সার্কুলেশনের (Cyclonic Circulation) জেরে নাজেহাল অবস্থা দক্ষিণ ভারতের৷ তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, লাক্ষাদ্বীপে প্রবল বৃষ্টির সম্ভাবনা৷ এছাড়া কেরল, রায়লসীমা, মাহে, অন্ধ্রপ্রদেশের উকূলবর্তী জেলাগুলিতে এবং কর্নাটকের আভ্যন্তরীন অংশে প্রবল বৃষ্টি হবে৷ এমনটাই নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *