আজ খবর ডেস্ক:
Partha Chatterjee তাঁরা কেউ শিক্ষাকর্মী নন। কোনও ভাবেই যুক্ত নন পশ্চিমবঙ্গের (West Bengal) শিক্ষা দপ্তরের (Education Department) সঙ্গে। অথচ, নিয়োগ দুর্নীতির তদন্ত (SSC Scam) এগিয়ে নিয়ে যেতে এবার সিবিআইয়ের (CBI) নজরে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়ির কর্মচারী, পরিচারকরাও।
তাঁদের বেশ কয়েকজনকে জরুরি ভিত্তিতে নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। নির্দেশ দেওয়া হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে তাঁরা যেন নিজামে পৌঁছে যান। Partha Chatterjee

সিবিআই সূত্রে খবর, পার্থ’র বাড়িতে যাঁরা থাকেন, রান্নাবান্না সহ অন্যান্য কাজকর্ম করেন, তাঁদের থেকে জানতে চাওয়া হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে কারা কারা যাতায়াত করতেন, কতক্ষণ থাকতেন, কী কী বিষয়ে আলোচনা হতো?

প্রাক্তন শিক্ষামন্ত্রী তাঁর নাকতলার বাড়িতে অনেকের সঙ্গেই দেখা করতেন। একটা সময়ে তাঁর বিকাশ ভবনে অনিয়মিত হাজিরা নিয়ে রীতিমত প্রশ্ন উঠেছিল দলের অন্দরে ও। অভিযোগ ছিল, কার্যত নিজের বাড়িকেই শিক্ষা দপ্তর বানিয়ে ফেলেছিলেন বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক।

বস্তুত, আদালতে সওয়াল করতে গিয়ে পার্থ বলেছেন, উপদেষ্টা কমিটির সঙ্গে তিনি কোনও বৈঠক করেননি। কেন্দ্রীয় এজেন্সি মনে করছে, পার্থর বাড়িতে গিয়ে শন্তিপ্রসাদ সিনহা, অশোক সরকাররা দেখা করতেন। সে ব্যাপারেই কাজের লোকদের থেকে জানতে চাইবেন সিবিআই অফিসারেরা।

শুধু তাই নয়, শিক্ষা দপ্তরের কোন কোন আধিকারিক পার্থর বাড়িতে যেতেন তাও জানতে চায় সিবিআই। এমনকী, পার্থর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়েও পার্থর বাড়ির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁদের বয়ানকে সাপ্লিমেন্টরি চার্জশিটে জুড়বে সিবিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *