আজ খবর ডেস্ক:
CITU- শুরু হয়েছিল মূলত রাজ্যে রাজ্যে আধার (Aadhaar) কার্ড তৈরি করার জন্য। চুক্তি ভিত্তিক (Contractual) নিয়োগ করা হয়েছিল
যুবক-যুবতীদের। পরে ধীরে ধীরে প্যান কার্ড, জব কার্ড সহ কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন পোর্টালের কাজ করানো হচ্ছিল এঁদের দিয়ে।
নির্দিষ্ট অর্থের বিনিময়ে সরকারি অনুমোদন নিয়ে কাজ করেন এই “তথ্যমিত্র” কর্মীরা।


কিন্তু, ই-শ্রম সহ একাধিক পোর্টালে কাজ করার পর ও টাকা বাকি। শুধু তাই নয়, সেই সঙ্গে তথ্যমিত্র কর্মীদের ওয়ালেট থেকে টাকা কাটার অভিযোগ উঠেছে এবার।
প্রতিবাদে এদিন বেলা ১২ টায় তথ্যমিত্র কেন্দ্রের সদর দপ্তর ঘেরাও করা হল। কর্মীদের নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিল সিটু
ALL BENGAL CSC VLE UNION ( CITU)।

প্রাথমিক শর্ত অনুযায়ী কথা ছিল রাজ্য সরকার এই তথ্যমিত্র কর্মীদের কাজের জন্য নূন্যতম জায়গা ও ইন্টারনেট সংযোগ দেবে। কিন্তু করোনা (Covid 19) আবহে সেই শর্ত মানা হয়নি, অভিযোগ কর্মীদের।
অতীতে একাধিকবার নিজেদের সমস্যা ও দাবি দাওয়া নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। ফল মেলে নি। পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় ফের পথে নামলেন তাঁরা।
অন্যায় ভাবে
তথ্যমিত্র কর্মীদের ওয়ালেট থেকে টাকা কাটা হয়েছে।
এর প্রতিবাদে আজ তথ্যমিত্র কেন্দ্রের সদর দপ্তর ( এম জি রোড মেট্রোস্টেশনের পাসে) ডেপুটেশন দেওয়া হয়।


ডেপুটেশন শেষে বেরিয়ে এসে সিআইটিইউ নেতৃত্ব জানান,
১) আপাতত টাকা কাটা বন্ধ রাখার কথা দিয়েছে তথ্য মিত্র কর্তৃপক্ষ।
২) যে ওয়ালেটগুলো ব্লক করা হয়েছিল সেগুলো খুলেছে।
৩) যাঁদের টাকা কাটা হয়েছিল সেই টাকা ফেরত দেওয়ার দাবি বিবেচনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *