আজ খবর ডেস্ক:
U19 Women’s T20 World Cup- শেফালী ভার্মার (Shafali Verma) নেতৃত্বাধীন ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল, টি-টোয়েন্টি বিশ্বকাপের (U-19 Women’s T20 World Cup) ফাইনালে ইংল্যান্ডকে কার্যত উড়িয়ে দিইয়েছে। অনেকের মনে আশঙ্কা থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা চমকে দিয়েছে ক্রিকেট অনুরাগীদের।

এই ভারতীয় দলেই ছিলেন বাংলার তিন কন্যা। U19 Women’s T20 World Cup
রিচা, তিতাস এবং হৃষিতা। তাঁদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশে ফিরলেই এই তিনজন পাবেন পাঁচ লক্ষ টাকা করে। তাও ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রিচা ঘোষ

রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসু। বাংলার তিন মেয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিন কন্যা। তাঁদের পুরস্কৃত করবে রাজ্য। সোমবার নিজেই একথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, বাংলার কোচ রাজীব দত্তকে ও ৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানান মমতা।

হৃষিতা বসু

হৃষিতার বাড়ি হাওড়ার বালিটিকুরিতে। রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পড়শিরা। কার্যত উৎসবের মেজাজে হৃষিতার পাড়া বিবেকানন্দ পল্লি। তাঁর মা বলেন, ‘‘মেয়ে তো মোটামুটি নিশ্চিতই ছিল যে, ওরাই চ্যাম্পিয়ন হবে। মেয়ের আত্মবিশ্বাস দেখে সত্যিই ভাল লাগছিল। কিন্তু ভীষণ টেনশন হচ্ছিল। এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম।’’

তিতাস সাধু

ম্যাচের সেরা তিতাস সাধুর হুগলির বাড়ির সামনে বাঁধভাঙা উচ্ছ্বাস। ফাইনাল ম্যাচে মেয়ের এমন পারফরম্যান্স দেখে গর্বে বুক ভরে উঠেছে বাবা রণদীপ সাধুর। তিনি জানাচ্ছেন, বড় ম্যাচে তাঁর মেয়ে বরাবরই ভাল ফল করেন।
মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সিনিয়র দলে খেলে ফেলেছেন রিচা। হরমনপ্রীত কৌরদের দলের সদস্য অনূর্ধ্ব-১৯ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর বাড়ি শিলিগুড়িতে। টিভির সামনে বসে পুরো ম্যাচ দেখেছে রিচার পরিবার।

আর, তিন কন্যার বিশ্বকাপ জয়ের নেপথ্যে রয়েছেন সেই দলের বোলিং কোচ রাজীবও। তাই রাজ্য সরকারের তরফে তাঁকেও পুরস্কৃত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *