আজ খবর ডেস্ক:
Arijit Singh Kolkata Concert আগেই ঘোষণা হয়েছিল আগামী ১৮ই ফেব্রুয়ারি কলকাতায় (Kolkata) পারফর্ম করবেন অরিজিৎ সিং (Arijit Singh)। জায়গা নির্দিষ্ট ছিল ইকো পার্কে (Eco Park)।


আচমকা বাদ সাধে ছোট একটি ঘটনা। বিরোধীদের বক্তব্য, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF) উদ্বোধনী মঞ্চে “রং দে তু মোহে গেরুয়া” গেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অসন্তোষের কোপে পড়েন জনপ্রিয় এই গায়ক। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল অন্য কথা। Arijit Singh Kolkata Concert


কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, G-20 সম্মেলন থাকায় ইকো পার্কে ওই অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাচ্ছেনা।
কার্যত শেষমুহূর্তে ইকো পার্কে কনসার্টের অনুমতি বাতিল করেছিল হিডকো কর্তৃপক্ষ (HIDCO)। মাথায় হাত পড়েছিল আয়োজক সংস্থা ‘পেটিএম ইনসাইডার’-এর। তবে অরিজিৎ ভক্তদের জন্য এবার রয়েছে সুখবর।

আয়োজকদের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, আগামী ১৮ই ফেব্রুয়ারি অর্থাৎ পূর্ব নির্ধারিত দিনেই অরিজিতের কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থা গত প্রায় এক মাসের ওপর হন্যে হয়ে বিকল্প জায়গা খুঁজছিল। অনুষ্ঠানের প্রায় সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় তাদের ওপর পাহাড় প্রমাণ চাপ ছিল।


বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার পর শেষ পর্যন্ত রাজারহাটের এক ওয়াটার পার্ক (Aquatica) তে অরিজিতের কনসার্ট হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। চমকের শেষ এখানেই নয়। এটাই হবে কলকাতায় অরিজিতের সবচেয়ে দীর্ঘ সময়ের কনসার্ট। তিন ঘন্টা ধরে পারফর্ম করবেন অরিজিৎ, থাকবে অজস্র বাংলা গান।

অরিজিৎ সিংয়ের কনসার্ট বিতর্ক চলে গিয়েছিল রাজনীতির ময়দানে। শাসক দলকে তৃণমূল কংগ্রেসকে (TMC) ক্রমাগত আক্রমণ করেছে গেরুয়া শিবির (BJP)। তবে এই বিতর্কের গোটা পর্বে মুখে কুলুক এঁটে ছিলেন অরিজিৎ নিজে। অন্যদিকে চলতি সপ্তাহে শুরুতেই মুর্শিদাবাদের সাগরদিঘি গিয়েছিলেন মমতা। ঘটনাচক্রে অরিজিৎ নিজেও মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে। সেখানে মঞ্চ থেকে বলিউডি গায়কের ভুয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অরিজিতের যে কোনও উদ্যোগে রাজ্য সরকার পাশে থাকবে।
এবার সব জট কাটায় নির্দিষ্ট দিনেই বসন্ত বিকেল কাঁপাতে মঞ্চে উঠবেন অরিজিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *