আজ খবর ডেস্ক:
WPL2023 তিনি বাংলার গর্ব। ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় ও বটে!এবার মহিলা আইপিএলে (ওল2023) খেলবেন বঙ্গ তনয়া রিচা ঘোষ। বাড়িতে তাই খুশির আবহ। মেয়ে আইপিএলে সুযোগ পাওয়ার খুশি রিচার মা স্বপ্না ঘোষ। মাঠে বসে মেয়ের খেলা দেখার অপেক্ষায় তিনি।
এদিকে রিচা এখন রীতিমত রিচ। মহিলাদের আইপিএলের নিলামে রিচা ঘোষকে (Richa Ghosh) ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে বেঙ্গালুরু। এত টাকা দিয়ে কী করবেন রিচা? উৎসুক সবাই। WPL2023

বিরাট কোহলির (Virat Kohli) ফ্র্যাঞ্চাইজ়ি রিচাকে দলে নিয়েছে দিল্লি এবং মুম্বইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে। আর রিচ (Rich) অর্থাৎ ধনী রিচা জানিয়েছেন, আইপিএলের নিলাম থেকে পাওয়া টাকায় কলকাতা (Kolkata) শহরে বাবা,মার জন্য ফ্ল্যাট কিনতে চান তিনি।

ভারতীয় মহিলা দলের উইকেটরক্ষক-ব্যাটার, শিলিগুড়ির ১৯ বছরের তরুণী বাবা, মাকে আর কঠোর পরিশ্রম করতে দিতে চান না। রিচা বলেছেন, ‘‘বাবা, মা চাইতেন আমি দেশের হয়ে খেলি। আমি ভারতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখি। অধিনায়ক হিসাবে দেশকে ট্রফি জেতাতে চাই। কলকাতায় বাবা, মার জন্য একটা ফ্ল্যাট কিনব। চাইব ওরা এ বার জীবন উপভোগ করুক। আমাকে বড় করার জন্য বাবা, মা কঠোর পরিশ্রম করেছেন। এখন বিশ্রাম নিতে পারবেন।’’


মহিলাদের প্রথম আইপিএলে মেয়ে দল পাওয়ায় খুশি রিচার পরিবার ও। মহিলাদের আইপিএলের নিলামের নিরিখে যথেষ্ট ভাল দর পেয়েছেন রিচা। তবে রিচার বাবা বলেছেন, ‘‘কে কত টাকা পেল, তা দিয়ে মান বিচার করা যায় না। রিচা বেঙ্গালুরুর হয়ে খেলবে। পরিবারের সকলকে নিয়ে ওর খেলা দেখতে যাব।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *