আজ খবর ডেস্ক:
DA protest politics in bengal দোলের ঠিক আগের দিন ফের সরগরম রাজ্য রাজনীতি। ইস্যু, বকেয়া ডিএ (DA Protest)।
২ দিনের কর্মবিরতি আগেই হয়ে গিয়েছে। আগামী ১০ই মার্চ রাজ্যজুড়ে সরকারি দপ্তরে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees) সংগ্রামী যৌথ মঞ্চ।
এর মধ্যেই সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়।

আন্দোলরত সরকারি কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই ১০৫ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে। আর কত চাই? কত দিলে খুশি হবেন? দরকারে আমার মুন্ডুটা কেটে নিন। তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন।” DA protest politics in bengal
সেই সঙ্গে মমতার দাবি, দেশের কোনও রাজ্য এখন পেনশন দেয় না। পেনশন না দিলে রাজ্যের অনেক টাকা থাকবে। তখন ডিএ দিতে অসুবিধা হবে না।

তবে এদিন নতুন রাজনৈতিক মাত্রা পেল ডিএ আন্দোলন। সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে গিয়ে তাঁদের নিঃশর্ত সমর্থন করার কথা জানিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


টানা বেশ কয়েকদিন ধরেই শহিদ মিনারের নীচে কেন্দ্রীয় হারে ডিএ- এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। আগে নৈতিক সমর্থন জানিয়েছিল বিজেপি (BJP)। এবার সরাসরি আন্দোলন মঞ্চে হাজির হলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেতারা।
এদিন শুভেন্দু আন্দোলন মঞ্চে গিয়ে বলেন, “জোরদার ধর্মঘট করতে হবে। ডিএ ইসুতে আইনি লড়াইয়ে জয় হবেই সরকারি কর্মচারীদের।”

৪২ দিন পর জেল থেকে ছাড়া পেয়ে এদিনই প্রথম বিধানসভায় গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। সেখান থেকেই ডিএ আন্দোলনের মঞ্চে যান তিনি। বলেন, “ওঁরা শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। ওঁদের পরামর্শ দেওয়ার কিছুই নেই। তবে বলব, নিজেদের দাবি বুঝে নিতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে এবং গণতান্ত্রিক ভাবে আন্দোলন করুন।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *