আজ খবর ডেস্ক:
শেষমেশ বিধানসভায় (West Bengal Legislative Assembly) ঢুকল এসএফআই (SFI) নেতৃত্ব। এদিন স্পিকারের চেম্বারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে নিজেদের দাবি-দাওয়া পেশ করলো সিপিএমের ছাত্র সংগঠন।
দিন কয়েক আগে, এসএফআইয়ের বিধানসভা অভিযান ঘিরে উত্তাল হয়েছিল শহর। মিছিলের অনুমতি না থাকলেও কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে বিধানসভার গেটে পৌঁছে যান এসএফআই রাজ্য সম্পাদক সহ বেশ কয়েকজন। গেটে চড়া সৃজন ভট্টাচার্যর (Srijan Bhattacharyya) ছবি রীতিমত ভাইরাল হয়ে পড়ে।

সোমবার অবশ্য গেট টপকানোর দরকার পড়েনি। আগেই মিলেছিল অধ্যক্ষের অনুমতি। স্মারকলিপি দেওয়ার পর বাইরে এসে সৃজন বলেন, “আগের দিন বিধানসভার গেট পর্যন্ত এসেছিলাম। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা কথা দিয়েছেন তা যদি না রাখেন তাহলে এরপর বিধানসভার ভিতরে ঢুকে পড়ব।
বিধানসভা অধিবেশন চলাকালীন ১০ই মার্চ সময় চেয়েছিলাম। সেদিন পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল।”

SFI এর দাবি:
১) সব তো শেষ হওয়া অধিবেশনে শিক্ষা বাজেট নিয়ে আলোচনা হয়নি। বিশেষ বিশানসভা অধিবেশন ডাকতে হবে।
২) সরকারি স্কুল বন্ধ করা চলবে না, ড্রপ আউট রোধে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার পরিকাঠামো উন্নয়নে ব্যয়বরাদ্দ বাড়াতে হবে।
৩) সাম্প্রদায়িকীকরণ রোধে অবিলম্বে বিকল্প শিক্ষানীতি রূপায়ণ করতে হবে।
৪) অবিলম্বে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে স্বচ্ছ ছাত্রসংসদ নির্বাচন করাতে হবে।

এসএফআই নেতৃত্বের দাবি, ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী তাঁদের বলেছেন, পঞ্চায়েত ভোট মেটার পরে ছাত্র সংসদ নির্বাচন করা হবে।
সৃজন, প্রতীক উর রহমান, শুভজিৎ সরকারদের অভিযোগ, ছাত্রভোট না হওয়ায় কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে টিএমসিপির (TMCP) “চিরস্থায়ী বন্দোবস্ত” কায়েম হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *