আজ খবর ডেস্ক:
দেশজোড়া এক কফি চেন রেস্তোরাঁর বিজ্ঞাপন ছিল, “a lot can hapoen over coffee..”!
নিয়োগ দুর্নীতির (SSC Scam) কাণ্ডে এবার কলকাতা ও লাগোয়া এলাকার চারটি অভিজাত হোটেলের কফিশপের (Coffee Shop) সিসি ক্যামেরার ফুটেজ চাইল ইডি (ED)। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, ওই হোটেলের ক্যাফেটেরিয়ায় নিয়োগ দুর্নীতির যাবতীয় পরিকল্পনা, আর্থিক লেনদেন সংক্রান্ত বৈঠক হয়েছিল।

ইডি সূত্রে আরও খবর, কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় জেরার মুখে ওই কফিশপে একাধিক বৈঠকের কথা স্বীকার করেছেন। ইডি কর্তাদের অনুমান, এই দু’জন ছাড়াও বৈঠকে অন্য অনেকে ছিলেন। বেশ কয়েকটি তারিখ উল্লেখ করে সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠিয়েছে ইডি।

এই অভিজাত হোটেলগুলির তালিকায় রয়েছে আলিপুরের একটি নামী হোটেলও। এমনকী, ইডি জানতে পেরেছে, মাঝে মাঝে দু’একজন মহিলাও থাকতেন কফির টেবিলে। অবশ্য তাঁরা কারা, সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট নয়।

জানা গিয়েছে, নিউটাউন, মধ্যকলকাতা, দক্ষিণ কলকাতার একাধিক অভিজাত হোটেল আছে এই তালিকায়। নিউ টাউনের যে হোটেলের কথা বলা হচ্ছে, সেখানে কুন্তলের নিয়মিত যাতায়াত ছিল বলেও খবর। শুধু তাই নয়, ওই হোটেলে হুগলির একটি পুরসভার চেয়ারম্যানের বিপুল প্রতাপ রয়েছে বলেও জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *