আজ খবর ডেস্ক:
অসময়ে আকাশ থেকে অঝোরে বরফ! আর সেই অকাল তুষারপাতে (Snowfall in Sikkim) ভয়ঙ্কর সমস্যায় পড়লেন হাজার খানেক পর্যটক (Tourist)।
শনিবার বিকেল থেকে পূর্ব সিকিমের আবহাওয়া আচমকাই খারাপ হতে শুরু করে। সূর্যাস্তের পর থেকে শুরু হয় প্রবল তুষারপাত। পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে পাহাড়ি রাস্তার মধ্যেই দীর্ঘক্ষণ আটকেছিলেন হাজার পর্যটক।

জানা গেছে, ১৫ মাইল এলাকায় কমপক্ষে ১১৩টি গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। যাতে পর্যটক ছিলেন কমবেশি হাজার খানেক।
আবহাওয়ার খামখেয়ালিপনায় বেজায় বিপদে পড়া পর্যটকদের উদ্ধারে সেনা নামানো হয়।

শনিবার রাতে সিকিমের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, নাথুলা ও ছাঙ্গু থেকে যাতায়াতের রাস্তায় তুষারপাতের কারণে একশোরও বেশি গাড়ি আটকে পড়েছিল। বরফ সরিয়ে তাঁদের উদ্ধারকাজ চালু হয়েছে। রাত দশটার মধ্যে ১৪-১৫টি পর্যটকবোঝাই গাড়িকে ওই অবস্থা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে অনেককেই নিকটবর্তী সেনা ছাউনিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই খাবারের ব্যবস্থাও করেছে সেনা।

পরে সেনাবাহিনীর উদ্ধারকারী দল জানায়, ঘটনাস্থল থেকে অধিকাংশ মানুষকেই সরানো সম্ভব হয় রাত ১২টার মধ্যে। তাঁদেরকে ১৫ মাইল এলাকা থেকে ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকে ফিরিয়ে আনা হয়। তবে তারপরেও যেহেতু বহু পর্যটক সেখানে আটকেছিলেন, তাই উদ্ধারকাজ মাঝরাত পর্যন্ত চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *