আজ খবর ডেস্ক- আহিরীটোলার পর মেছো পট্টি, কলকাতাতে পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা অব্যাহত। এদিন সন্ধ্যেবেলা ওই এলাকার একটি বহুতল ভেঙে পড়ে। ইতিমধ্যে এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি রাস্তা আটকে চলছে উদ্ধার কাজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই ওই বাড়ির তিনতলার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে বাইকে চেপে নিচ দিয়ে যাচ্ছিলেন তিনজন, তাঁদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে। ৪১ নম্বর ওয়ার্ডের ওই ভেঙেপড়া বাড়ির নিচে এখনও বেশ কয়েকজন চাপা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। ধ্বংসস্তূপের তলায় চারজন আটকে আছে বলে সন্দেহ করছে এলাকাবাসী।

রবীন্দ্র সরণিতে ওই বাড়ি ভেঙে পড়া মাত্রই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজ চলছে তাদের তরফ থেকে। একের পর এক বাড়ি বিপজ্জনকভাবে ভেঙে পড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে শহরে। পাশাপাশি চতুর্থীর সন্ধ্যেবেলায় এই ঘটনায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *