আজ খবর ডেস্ক- রুপোলি পর্দাতে কোন দৃশ্য দেখানো যাবে আর কোনটা নয় সেই বিষয়ক নিষেধাজ্ঞা জারি করল ইরান সরকার। কোন পুরুষ মহিলাকে চা পরিবেশন করছে তা দেখানো যাবে না, অন্যদিকে মহিলারাও পিজ্জাতে কামড় বসাচ্ছেন, সেই দৃশ্যও বাদ থাকবে সিনেমা থেকে।

এই বিষয়ে সে দেশের তথ্য ও সম্প্রচার দফতরের প্রধান আমির হোসেন শামশাদি জানান, খাবারের তালিকাতে এসেছে নানান রকম বিধি-নিষেধ, যেমন কোন মহিলা স্যান্ডউইচ খেতে পারবেন না, পাশাপাশি টিভি বা সিনেমাতে দেখানো যাবে না কোনও মহিলা লাল রঙয়ের পানীয় খাচ্ছেন।

নতুন করে আরও বেশ কিছু বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে এখন থেকে টিভি-সিনেমার ক্ষেত্রে কোনও দৃশ্য দেখাতে হলে তা আগেভাগে সরকারের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *