আজ খবর ডেস্ক- শুক্রবার দুপুরের পর থেকেই মালুম হয়েছিল। শনিবার সকাল থেকে শীতে কাবু গোটা বাংলা। উত্তরবঙ্গে ঠান্ডা আগে থেকেই ছিল। এবার দক্ষিণবঙ্গ জুড়ে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।
কনকনে ঠান্ডা হাওয়া আর রাত হলেই আচমকা বেশ কয়েক ডিগ্রি তাপমাত্রার নেমে যাওয়া, শহর কলকাতাও কার্যত জবুথবু।

হাওয়া অফিস থেকে পূর্বাভাস ছিল, শৈত্যপ্রবাহের সতর্কতার।
সময়সীমা ২৭ থেকে ৩১ জানুয়ারি, ২০২২।
অর্থাৎ, হাড় হিম করা তীব্র ঠান্ডায় কাঁপতে চলেছে রাজ্য। ৩১শে জানুয়ারি সোমবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলার তাপমাত্রা নামতে পারে ১০°C এর নীচে। এক নজরে দেখে নিন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত নামতে পারে –

কোচবিহার :: ৬ – ৮°C
আলিপুরদুয়ার :: ৭ – ৯°C
জলপাইগুড়ি :: ৭ – ৯°C
কালিম্পং :: ৫ – ৭°C
দার্জিলিং :: ০ – ৩°C
উত্তর দিনাজপুর :: ৬ – ৮°C
দক্ষিণ দিনাজপুর :: ৭ – ৯°C
মালদহ :: ৭ – ৯°C
মূর্শিদাবাদ :: ৬ – ৯°C
নদিয়া :: ৫ – ৮°C
উত্তর ২৪ পরগণা :: ৭ – ৯°C
দক্ষিণ ২৪ পরগণা :: ৯ – ১১°C
কলকাতা :: ৯ – ১১°C
হাওড়া :: ৮ – ১০°C
হুগলি :: ৭ – ৯°C
পূর্ব মেদিনীপুর :: ৮ – ১০°C
পশ্চিম মেদিনীপুর :: ৫ – ৮°C
ঝাড়গ্রাম :: ৫ – ৮°C
পুরুলিয়া :: ৫ – ৮°C
বাঁকুড়া :: ৬ – ৮°C
পূর্ব বর্ধমান :: ৭ – ৯°C
পশ্চিম বর্ধমান :: ৫ – ৮°C
✿ বীরভূম :: ৬ – ৮

শুধু তাই নয়, হাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।
রাতের তাপমাত্রা অনেকটাই কমে গেছে, ঠিক যেমনটা আগে থেকে বলা হয়েছিল আরও একটু তাপমাত্রা কমবে । আগামী তিনদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এখন যেটা আছে এটাই থাকার সম্ভাবনা।


তবে, তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জেলাতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। ১লা ফেব্রুয়ারি থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন যেই তাপমাত্রা টা আছে সেটাই বজায় থাকবে। তিন দিন পর থেকে রাতের তাপমাত্রা বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *