আজ খবর ডেস্ক- আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু হতে চলেছে অফলাইন পঠন পাঠন। সোমবার দুপুরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা আরও জানান, স্কুল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু হলেও ওই দিন থেকেই খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়।
এদিন সকাল থেকে একদিকে যেমন রাজ্য জুড়ে এই দাবিতে আন্দোলন শুরু করে এসএফআই(SFI) , অন্যদিকে ছাত্র পরিষদ( CP) bikash ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
ইতিমধ্যেই সিপিএমের ছাত্র সংগঠনের (SFI) পক্ষ থেকে কলেজস্ট্রিটে বিজয় মিছিল করার কথা ঘোষণা করা হয়েছে।

এছাড়াও পলিটেকনিক( polytechnic) ও অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনা বিধি মেনে খুলে যাচ্ছে আগামী ৩ তারিখ থেকে। প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ” “পাড়ায় পাড়ায় শিক্ষালয়” – এ পড়ানো হবে। কারণ ভ্যাকসিন দেওয়া না হওয়ায় এখনই শিশুদের স্কুলে আনার ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

এর আগে পাড়ায় পাড়ায় স্কুল খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকদের সংগঠন।
একই দাবিতে রাজ্যজুড়ে এদিন বিক্ষোভ দেখায় সিপিএম ও কংগ্রেসের ছাত্র সংগঠন।
করোনার তৃতীয় ঢেউ ও ওমিক্রনের ধার খানিক কমতেই রাজ্যের চিকিৎসকদের তরফেও চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ এবং অনলাইন ক্লাসের ফলে বিপন্ন হচ্ছে শৈশব, অনেকদিন ধরেই তাই স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি উঠছিল।
প্রসঙ্গত, প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত নভেম্বর মাসে স্কুল খোলা হয়, নবম থেকে দ্বাদশ শ্রেণী। যদিও পরে আবার তা বন্ধ হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *