আজ খবর ডেস্ক- বাইশের নির্বাচনকে মাথায় রেখে তৈরি কংগ্রেস! সরলীকরণ এবং নিপুণতার মাধ্যমে কংগ্রেস দেশের মানুষের কাছে পৌঁছবে, এমনটাই সাফ জানালেন পি চিদম্বরম।

লুইজিনহ এবং তৃণমূল কংগ্রেস, গান্ধী পরিবারের হাত ছাড়ার প্রসঙ্গ আগের, তবে এমত অবস্থায় কংগ্রেস নিজেই জায়গা করে নেবে তার, মন্তব্য চিদম্বরমের।

পাশাপাশি জোটের জট নিয়ে তিনি মুখ খোলেননি। তাঁর স্পষ্ট কথা, দেশে বেকারত্ব বাড়ছে, এই অবস্থায় মানুষকে কাজ দেওয়া, ব্যাবসার জন্যে যথাযত কাজের পরিবেশ তৈরি করা এবং গোয়াকে সুন্দর এক শাসন ব্যবস্থায় আনতে, একমাত্র কংগ্রেস তার বিকল্প।

পি চিদম্বরম এদিন টুইট করে জানান, পরপর ছয় বারের মুখ্যমন্ত্রী প্রতাপ সিংহ রানের এই অভূতপূর্ব মনোভাব কে সম্মান। তিনি গোয়া কে এক উন্নয়নের চাদরে মোরার শিলমোহর দেন।

এদিন এই দক্ষিণ ভারতীয় কংগ্রেস নেতা জানান, সব মিলিয়ে চল্লিশ আসনেই লড়তে সক্ষম কংগ্রেস।

জল্পনা আরও উসকে এদিন কংগ্রেসে যোগদান করেন সাহিত্য পুরস্কার প্রাপ্ত কংকন লেখক দিলীপ বোর্কর। তাঁর কড়া জবাব, কোনও দলকেই তিনি বিশেষ বোঝেন না, তবে বিজেপির হাত থেকে গোয়া কে বাঁচাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *