আজ খবর ডেস্ক- প্রচার অথবা অপপ্রচার! চলছে বেশ কয়েকদিন ধরে। এবার সরাসরি বিরোধী দলনেতা কে কটাক্ষ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।
শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, ‘শুভেন্দুই একমাত্র ময়দানে আছেন। বাকি বিজেপি নেতারা ঘরে ঢুকে গিয়েছেন’। শুনেছি, শুভেন্দুও বেশিদিন বিজেপিতে থাকবেন না’। 
আর তারপরেই জোরদার জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন এমন মন্তব্য করলেন ফিরহাদ? প্রশ্ন উঠেছে শাসক ও বিরোধী শিবিরে।

বস্তুত, ২১শের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাংসদ-নেতা-মন্ত্রী-সহ অনেকেই। ভোটের ফল সামনে আসার পরে অবশ্য এঁদের মধ্যে অনেকেই আবার “ঘরে” ফিরেছেন।
মুকুল রায় থেকে বনগাঁর বিশ্বজিৎ দাস, বিজেপিতেই আছেন এখনও নাকি তৃণমূলে সেই নিয়েও বিস্তর জল ঘোলা হচ্ছে।
কিন্তু ব্যতিক্রম শুভেন্দু একাই লড়ে যাচ্ছেন। পুরভোটের প্রচারে এখন গোটা রাজ্য কার্যত চষে বেড়াচ্ছেন তিনি। গতকাল, শুক্রবার বিজেপি প্রার্থী সমর্থনে প্রচারে গিয়েছিলেন কাঁথির ৬ নম্বর ওয়ার্ডে। শুভেন্দুকে ঘিরে ধরে ‘গো-ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এমনকি, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রচারে বেরিয়ে হুমকি দেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন ৩ স্থানীয় বাসিন্দা

বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে জেড-ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সঙ্গে বুলেট প্রুফ গাড়িও। রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলে খবর। এই বিষয়ে কী প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের? সাংবাদিকদের এহেন প্রশ্নের উত্তরেই ফিরহাদ শুভেন্দু সম্পর্কে এই মন্তব্য করেন।

তাহলে কি এবার শুভেন্দুর “ঘর ওয়াপসি”? পাল্টা জবাব দিতে ছাড়েন নি ববি। ‘তৃণমূলে নেওয়া হবে না’, স্পষ্ট জবাব ফিরহাদের।
২০২৪ লোকসভা ভোটের আগে দলের সংগঠন ঢেলে সাজাতে চাইছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে। তৃণমূল সূত্রের খবর, পরবর্তী বৈঠক হবে দিল্লিতে। তবে এই নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চান নি স্বয়ং শুভেন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *