আজ খবর ডেস্ক- শুক্রবারে প্রার্থনা চলাকালীন আফগানিস্থানের মসজিদে আত্মঘাতী মানব বোমা বিস্ফোরণ হওয়ার অভিযোগ। এই ঘটনার জেরে ৩৭ জনের মৃত্যু হয়েছে, এবং প্রায় ৭০ জন আহত হয়েছেন বলে খবর।

প্রায় ৫০০ জন এই মসজিদে ছিল বলে খবর। বিস্ফোরণের পর যে ছবি সামনে আসে তা অত্যন্ত মর্মান্তিক। ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে যেখানে বিস্ফোরণের পরপরই রক্তাক্ত অবস্থায় মানুষ এদিক-ওদিক ছিটকে পড়ে আছেন কেউ বা সাহায্যের জন্য চিৎকার করছেন।

প্রধানত আইসিসির সঙ্গে তালিবানের সংঘর্ষকে ঘিরে একাধিকবার বোমাবাজির অভিযোগ উঠেছে আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে। এ দিনের ঘটনার পাশাপাশি অন্যান্য বিক্ষিপ্ত ঘটনা গুলি দায়ী নিয়েছে আইএসআইএস।

কয়েক দশকের যুদ্ধের পর শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছিল তালিবান। তালিবান এবং আইএস দুজনেই ইসলামী আইনের কঠোর মনোভাব মেনে চলে, কিন্তু আইএস অনেক বেশি কট্টরপন্থী। তালিবান এবং আইএস দুজনেই সুন্নি মুসলমান, কিন্তু দুজনের মধ্যেই তিক্তভাব। তালিবান আফগানিস্তানের শিয়া সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, যারা ১৯৯০ দশকে তালিবান শাসনের শেষ সময়ে নির্যাতনের শিকার হয়।

ইতিমধ্যেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসা চলছে তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *