আজ খবর ডেস্ক- পুজোর মধ্যে কিছুটা শিথিল থাকলেও আবার আকাশে উঠতে শুরু করেছে জ্বালানির দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম ১০৬ টাকা ১০পয়সা ।

পেট্রোল এবং ডিজেলের দাম দু’ইয়ের ৩৬ এবং ৩৫ পয়সা বেড়ে কলকাতায় দাম দাড়ালো ১০৬.১০ টাকা এবং ডিজেলের দাম হল ৯৭.৩৩ টাকা। স্বাভাবিকভাবেই এই জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণের কপালে।

অক্টোবরের ৪ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত কোনও রকম মূল্যবৃদ্ধি হয়নি পেট্রোল এবং ডিজেলের দামে।

মধ্যপ্রদেশের ছবিটা আরেকটু উদ্বেগজনক। সেখানে পেট্রোলের দাম কলকাতা থেকে সামান্য বেশি অন্যদিকে ডিজেলের দাম সেঞ্চুরি পার করে ফেলেছে।

কলকাতাতে একাধিকবার রাস্তায় বাস নামাকে কেন্দ্র করে বাস ইউনিয়নগুলির সঙ্গে বচসা বেঁধেছে সরকারের এবং সাধারণের অনেকের মনেই প্রশ্ন উঠছে, ডিজেল সেঞ্চুরি পার করলে যে দু-একটা বাসক রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে, তাও হয়তো আর দেখা যাবে না।

রাজ্য সরকারের বসানো করের উপর নির্ভর করে তেলের দাম এবং তার সঙ্গে জড়িত থাকে একাধিক অতিরিক্ত কর। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ভ্যাট বা VAT নেয় রাজস্থান, এরপরেই থাকে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ।

বলাবাহুল্য সবজি এবং খাদ্যদ্রব্য ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে দামে, হাত দিলেই লাগছে ছেঁকা। এভাবে এক নাগাড়ে দাম বাড়তে থাকলে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে চিন্তায় পড়েছে আমজনতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *