আজ খবর ডেস্ক – কিছুদিন আগেই খুশির খবর দিয়েছিল টাটা। যে এয়ার ইন্ডিয়ার- র যাত্রা শুরু হয়েছিল টাটার হাত ধরে, সেই বিমান সংস্থা আবার ফিরে এলো টাটার হাতে। আর সেই বিষয়কে কেন্দ্র করে বনধের ডাক দিল শ্রমিক ইউনিয়ন।

আবাসন ফাঁকা করার নির্দেশ দেওয়া হয় কর্মচারীদের উদ্দ্যেশে। সেই বিষয়কে হাতিয়ার করে কাজ বন্ধের ডাক দিয়েছেন তাঁরা। ২ নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।

গত ১৮ অক্টোবর, ১৮ হাজার কোটি টাকা নিলামে অংশ নিয়ে ফের এয়ার ইন্ডিয়া হাতে নেয় টাটা সন্স। এরপর এক বিজ্ঞপ্তি দেখে মাথায় হাত পড়ে কর্মচারীদের। এয়ার ইন্ডিয়া একশন ফোরাম অফ ইউনিয়ন, বিমান মন্ত্রককে চিঠি দিয়ে উপস্থিত সকল কর্মচারীদের এক বছর তাঁদের আবাসন পাওয়ার সুবিধা বহাল রাখার জন্য অনুরোধ করে।

কিন্তু সম্প্রতি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে ঘর খালি করার জন্য নির্দেশ দেওয়া হয়। যে সকল কর্মচারী ইতিমধ্যেই অবসর নেবেন তাঁদের পক্ষে এই মুহূর্তে ঘরছাড়া এবং অন্য কোনও বাড়ি কিনে সেখানে গিয়ে বসবাস করা অত্যন্ত কঠিন বলেই জানান তাঁরা।

সরকারের তৈরি পুরনো নির্দেশ মানার জন্য অনুরোধ করা হয়েছে, সেই ফোরামের তরফ থেকে। ফোরামের তরফে জানানো হয় সমস্ত বকেয়া মাইনে এবং অর্থ মিটিয়ে দেওয়া হয় অবসর নেওয়ার আগে। এরকম না হলে তাদেরকে কাজে বহাল রাখা হয়। এক্ষেত্রে সেই নিয়মকে ফের চালু করার জন্য অনুরোধ করেছে ফোরাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *