আজ খবর ডেস্ক- করোনা অতিমারি পরবর্তী পরিস্থিতিতে কীভাবে আর্থিক সংকটকে পুনরুদ্ধার করা যায় সেই বিষয়ে বিশ্বব্যাংকের প্রধান, ডেভিড মালপাসের সঙ্গে বৈঠক করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ডেভিড মালপাস- এর সঙ্গে বৈঠক করেন নির্মলা সীতারামন। একাধিক টুইটের মাধ্যমে সরকারের তরফে জানানো হয় বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সীতারামনের। করোনা পরবর্তী পরিস্থিতিতে কি করে হাল ধরা যায়। আইডিএ ২০, টিকাকরণ, করোনা নিয়ে বৈঠক হয় তাঁদের মধ্যে।

উন্নয়নের জন্য অর্থের প্রাপ্যতার বিষয় ও বিশ্বব্যাংক গোষ্ঠীর উদ্যোগের প্রশংসা করেন অর্থমন্ত্রী। করোনা পরিস্থিতির পরে ভারতে যে বিশাল পরিমাণে অর্থ সংকট দেখা দিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

লাইটহাউস ইন্ডিয়া, প্রযুক্তি, অর্থসংকট মেটানো, এবং কাজের পরিকাঠামো নিয়ে আলোচনা হয় বিশেষভাবে। পাশাপাশি অর্থমন্ত্রী এও দাবি করেন, যে অর্থ ব্যবস্থা তৈরি করা হয়েছিল তা ভারতকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই সাহায্য করবে।

পাশাপাশি তিনি এও দাবি করেন, সংকটকে কি করে সুযোগে পরিণত করে কাজে লাগানো যায় সেই বিষয়ে ভারত যথেষ্টভাবে কাজ করেছে। সেই বিষয়টিও তুলে ধরা হয় বিশ্বব্যাংক প্রধানের কাছে। আসন্ন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স নিয়ে গ্লাসগ্লোতে যে বৈঠক আছে, সেই বিষয় নিয়েও আলোচনা হয় এদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *